মালদহ: বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পথে 'নিখোঁজ' দুই শিশু সন্তানের মা। গত প্রায় এক সপ্তাহ ধরে মিলছে না খোঁজ। মহিলার ছবি নিয়ে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন বাবা আর স্বামী। মায়ের চিন্তায় ব্যাকুল দুই শিশু সন্তান।জানা গিয়েছে, নিখোঁজ ওই গৃহবধূর নাম চম্পা মিশহর। বাড়ি বিহারের কাটিহার জেলার কদুয়া থানার পাকারিয়াটোলা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে বাবার বাড়ি মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের ধুমসাডাঙ্গি গ্রামে এসেছিলেন ওই গৃহবধূ। গত ১৫ ফেব্রুয়ারি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হন। বাবার বাড়িতেই ছিল দুই শিশু।
কিন্তু হরিশ্চন্দ্রপুর থেকে বেরিয়ে আর শ্বশুর বাড়ি পৌঁছননি তিনি। সেইদিন থেকে নিখোঁজ রয়েছে ওই গৃহবধূ। নিখোঁজ গৃহবধূর বাবা রহিত মিশহর হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিখোঁজ গৃহবধূর স্বামী ইন্দল ঋষি জানান, তাঁর দুই শিশু সন্তান রয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে কাছে না পাওয়ায় মায়ের জন্য সমানে কান্নাকাটি করছে তারা।
স্ত্রী নিখোঁজ থাকায় সন্তানদের নিয়ে দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে তাঁর।নিখোঁজ গৃহবধূর বাবা রহিত মিশহর জানান, ১৫ ফেব্রুয়ারি থেকে তাঁর মেয়ে নিখোঁজ রয়েছে। আত্মীয় স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করেও তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। মেয়ে কোথায় আছে, কী অবস্থায় আছে এসব ভেবে চিন্তায় রাতের ঘুম কার্যত উবে গিয়েছে।
তিনি আরও বলেন, মেয়ে- জামাইয়ের মধ্যে কোনওরকম গোলমাল বা ভুল বোঝাবুঝির কথাও জানা নেই। ফলে, হঠাৎ কীভাবে মেয়ে উধাও হলো তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা।
আরও পড়ুন, মধ্যরাতে এ কী শুরু হল এলাকায়, দরজা-জানলা বন্ধ করে ভয়ে কাঁপল এলাকাবাসী
আরও পড়ুন, সরকারি হাসপাতালে দালাল চক্র রুখতে ফের অভিযান কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের
পুলিশ জানিয়েছে, নিখোঁজ গৃহবধূর খোঁজ পাওয়ার চেষ্টা চলছে। বছর ২৩ এর ওই গৃহবধূর সঙ্গে মোবাইল ফোন রয়েছে। কিন্তু, তা সঠিকভাবে কাজ করছে না। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন এর মাধ্যমে সূত্র পাওয়ার চেষ্টা করছে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।