Crime News: পুলিশের বড় সাফল্য, অবশেষে জালে ভয়ঙ্কর ৫ দুষ্কৃতী, অল্পের জন্য রক্ষা

Last Updated:

Siliguri News: শহরে অপরাধ দমনে ফের সাফল্যের নজির গড়ল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং।

শহরে অভিযানে বড় সাফল্য পুলিশের!
শহরে অভিযানে বড় সাফল্য পুলিশের!
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: শহরে অপরাধ দমনে ফের সাফল্যের নজির গড়ল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। অপরাধমূলক কাজ সংঘটিত হওয়ার আগেই তাদের পাকড়াও করতে সক্ষম হওয়ায় স্বস্তিতে শহরের নিরাপত্তা বলয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মোহাম্মদ শাদিক, সুবীর সরকার, পলাশ মন্ডল, নিকি দাস এবং মহম্মদ রাহুল। তাদের মধ্যে মহম্মদ শাদিক কুলিপাড়া এলাকার বাসিন্দা, সুবীর সরকারের বাড়ি ফুলেশ্বরীতে, পলাশ মন্ডলের বাড়ি শান্তিনগরে, নিকি দাস কুমারটুলি এলাকার বাসিন্দা এবং মহম্মদ রাহুলের বাড়ি তিন তিনবাত্তি মোড় এলাকায়।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি ইনডোর স্টেডিয়ামের কাছে ফুলেশ্বরী মোড় রেল গেট সংলগ্ন এলাকায় জড়ো হয়েছিল এই পাঁচজন। অভিযোগ, তারা ওই এলাকায় বড়সড় ডাকাতির পরিকল্পনা করছিল। গোপন সূত্রে খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছে যায় শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইংয়ের একটি বিশেষ দল এবং পরিকল্পনা অনুযায়ী অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই তাদের গ্রেফতার করে।
advertisement
advertisement
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃতরা একটি সংঘবদ্ধ চক্রের অংশ। এই চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা, বা তাদের সঙ্গে আরও বড় কোনো অপরাধী নেটওয়ার্কের যোগ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য বের করে আনার চেষ্টা করছে।
advertisement
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এহেন তৎপরতা শহরে ক্রমবর্ধমান অপরাধের মাত্রা অনেকটাই কমিয়ে আনতে সাহায্য করবে বলে মনে করছেন সাধারণ মানুষ। উৎসবের মরশুমের আগে পুলিশের এই সাফল্য নাগরিকদের মনে বাড়তি নিরাপত্তার বার্তা পৌঁছে দিল।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Crime News: পুলিশের বড় সাফল্য, অবশেষে জালে ভয়ঙ্কর ৫ দুষ্কৃতী, অল্পের জন্য রক্ষা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement