Nepal Gen Z Protest: Gen Z বিক্ষোভে নেপাল জুড়ে এখন শুধুই ধ্বংসস্তুপ! দ্রুত চলছে দেহ শনাক্তকরণের কাজ
- Published by:Sudip Paul
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Nepal Gen Z Protest: Gen Z বিক্ষোভ ও তাণ্ডবে নেপাল জুড়ে এখন শুধুই ধ্বংসের চেহারা। স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের যুগ্ম-মুখপাত্র ডঃ সমীর কুমার অধিকারী মঙ্গলবারের তাণ্ডবের পর পরিস্থিতি পর্যালোচনা করে একটি রিপোর্ট বানিয়েছেন।
Gen Z বিক্ষোভ ও তাণ্ডবে নেপাল জুড়ে এখন শুধুই ধ্বংসের চেহারা। স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের যুগ্ম-মুখপাত্র ডঃ সমীর কুমার অধিকারী মঙ্গলবারের তাণ্ডবের পর পরিস্থিতি পর্যালোচনা করে একটি রিপোর্ট বানিয়েছেন। তার সঙ্গে আরও বেশ কয়েকজন কর্মকর্তাও ছিলেন। দুই দিন আগে Gen Z বিক্ষোভের সময় ঘটে যাওয়া ধ্বংসস্তূপ দেখে তারা রিপোর্ট বানাচ্ছেন তারা।
নেপালের মন্ত্রণালয় ভবনটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। এমনকি একটি চেয়ার রাখারও জায়গা নেই। মন্ত্রণালয় প্রাঙ্গণে পার্ক করা ২৫টিরও বেশি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, বলে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানাচ্ছেন। বিক্ষোভকারীদের ক্ষোভের কারণে ব্যাপক ধ্বংসের শিকার প্রায় সমস্ত প্রধান মন্ত্রণালয়, অন্যান্য সরকারি সংস্থা এবং একাধিক থানা।
বিক্ষোভকারীদের ক্ষোভের কারণে শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ই নয়, অন্যান্য প্রধান সরকারি সংস্থা, একাধিক থানা ও মন্ত্রণালয়ও ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। কর্মকর্তারা জানান, এই মুহূর্তে যদি কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে, তবে সমন্বয় ও ব্যবস্থাপনায় মারাত্মক সমস্যা দেখা দেবে, কারণ কাজ চালানোর মতো কোনো শারীরিক অবকাঠামো আর অবশিষ্ট নেই।
advertisement
advertisement
ধ্বংস হওয়া ভবনটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্থপতি লুই আই কান-এর নকশায় তৈরি ছিল, এবং এটি স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন হিসেবে বিবেচিত হতো। ১৯৬৫ সালে নির্মিত এই ভবনটি পরিবার পরিকল্পনা ও মাতৃশিশু কল্যাণের জন্য ব্যবহৃত হতো এবং এটি একাধিক শক্তিশালী ভূমিকম্প সহ্য করেছিল। এ পর্যন্ত কোনো আন্দোলনে এই ভবন লক্ষ্যবস্তু হয়নি, কিন্তু এবার তা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
advertisement
স্বাস্থ্য জরুরি অপারেশন সেন্টার (HEOC) বর্তমানে বীর হাসপাতালের একটি ছোট কক্ষ থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে। তারা আহতদের তথ্য সংগ্রহ ও দেশের বিভিন্ন হাসপাতালের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে চিকিৎসা প্রদান করছে। HEOC জানিয়েছে, বিক্ষোভে ৩২ জন মারা গেছেন এবং ১,০৮১ জন আহত হয়েছেন।
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালসহ বিভিন্ন স্থানে মৃতদেহের ময়নাতদন্ত চলছে। TUTH-এর ফরেনসিক বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত ২৫ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং ৬ জনের পরিচয় এখনো অজানা, যাদের মধ্যে একজন নারী রয়েছেন। বিভাগীয় প্রধান ডা. গোপাল কুমার চৌধুরী বলেন, আন্তর্জাতিক নিয়ম মেনেই ময়নাতদন্ত করা হচ্ছে এবং বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে।
advertisement
মৃতদের মধ্যে অনেকেই পুলিশের গুলিতে মারা গেছেন বলে জানা গেছে। কাঠমান্ডু ও দেশের অন্যান্য অঞ্চলে আহত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও অনেকে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলো বর্তমানে মানবিক সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যদিও চরম অবকাঠামোগত দুরবস্থার কারণে তা যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 12, 2025 1:09 PM IST