'লুটেরাদের রস বের করে নিতে হবে', সেলিমের কথায় তোলপাড়! ফের জোটের ইঙ্গিত বাম নেতার

Last Updated:

এদিনের সভামঞ্চ থেকে হরিশ্চন্দ্রপুরে বন্যা ত্রাণ কেলেঙ্কারি নিয়েও সরব হন মহম্মদ সেলিম।

সেলিম যা বললেন...
সেলিম যা বললেন...
#সেবক দেবশর্মা, মালদহ: মালদহের হরিশ্চন্দ্রপুরে ডিওআইএফআইয়ের সমাবেশ থেকে তৃণমূলের বিরুদ্ধে রীতিমতো হুংকার দিলেন বাম নেতা মহম্মদ সেলিম। একই মঞ্চ থেকে সুর চড়ান বাম আন্দোলনের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ও৷ 'পকেটমাররা নেতা হয়ে গিয়েছেন', কটাক্ষ মীনাক্ষীর।
বাম যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের উদ্যোগে দুদিনের কর্মশালা ও সমাবেশ আয়োজন করা হয় এদিন। মালদহের হরিশ্চন্দ্রপুরে এই সভা থেকেই তৃণমূলকে আক্রমণ শানান মহম্মদ সেলিম। তিনি বলেন, "যারা মানুষের টাকা লুট করছে, সেইসব লুটেরাদের রস বের করে নিতে হবে।" এদিন মহম্মদ সেলিমের বক্তব্যে পঞ্চায়েত ভোটে বাম-কংগ্রেস 'জোটের' সম্ভাবনা আরও জোড়াল হয়েছে। আগামী পঞ্চায়েত ভোটে বিজেপি ও তৃণমূলকে বাদ দিয়ে সবশক্তিকে একজোট করারও ডাক দেন মহম্মদ সেলিম। তাঁর কথায়, "মালদহে মাদ্রাসা ভোট গুলিতে কংগ্রেস ও বাম জোট সঙ্গী হয়ে ভাল ফল করেছে। আমরা বিজেপি ও তৃণমূল বিরোধী সকলকে এক করতে চাই।"
advertisement
এদিনের সভামঞ্চ থেকে হরিশ্চন্দ্রপুরে বন্যা ত্রাণ কেলেঙ্কারি নিয়েও সরব হন মহম্মদ সেলিম। হরিশ্চন্দ্রপুরে বন্যাত্রাণের ১৯ কোটি ৬০ লক্ষ টাকা তৃণমূল নেতৃত্ব হাপিশ করে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন। হরিশ্চন্দ্রপুরে পাল্টা সমাবেশের ডাক দিয়েছে তৃণমূলও। যেখানে হাজির থাকবেন রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুনাল ঘোষ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
'লুটেরাদের রস বের করে নিতে হবে', সেলিমের কথায় তোলপাড়! ফের জোটের ইঙ্গিত বাম নেতার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement