চালে ইঁদুরের মল ও পোকা, 'দুয়ারে রেশন' প্রকল্পে এবার ভয়ঙ্কর অভিযোগ

Last Updated:

Duare Ration Corruption: রেশন দুর্নীতির অভিযোগে উত্তপ্ত মালদহের মানিকচক। তুমুল বিক্ষোভ গ্রাহকদের।

মালদহ: রেশন দুর্নীতির অভিযোগে উত্তপ্ত মালদহের মানিকচক। তুমুল বিক্ষোভ গ্রাহকদের।
রেশন সামগ্রীতে কারচুপি ও অত্যন্ত নিম্নমানের খাদ্য সামগ্রী বিলির অভিযোগ তুলে বিক্ষোভ গ্রাহকদের। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মালদহের মানিকচক ব্লকের জালালপুর এলাকায়।
রেশন ডিলার প্রতিনিধি নির্মল সিংহের বিরুদ্ধে বিক্ষোভ দেখান গ্রাহকরা। দুয়ারে রেশনের চালে ইঁদুরের মল ও পোকাযুক্ত সামগ্রী দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে।
advertisement
আরও পড়ুন- ১৫ মিনিটে ঝকঝক করবে AC! বাড়িতে এই পদ্ধতিতে করুন ময়লা জব্দ!
খাবার অযোগ্য অতি নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ। শুধু তাই নয়, রেশনের আটাও কম পরিমাণে দেওয়া হচ্ছে বলে সরব হন গ্রাহকেরা। মালদহের মানিকচক ব্লকের  জালালপুর এলাকার বাসিন্দারা  রেশন ডিলারের বিরুদ্ধে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান।
advertisement
অভিযোগ, শুধু এদিনই নয়, মাঝেমধ্যেই নিম্নমানের রেশন সামগ্রী দিয়ে থাকেন রেশন ডিলার। এবারে ইঁদুরের মল যুক্ত এবং পোকাধরা নিম্নমানের চাল দেওয়ায় ক্ষোভ  জানানো হয়েছে।
গ্রাহকদের কারও অভিযোগ, ডিলার ইঁদুরের মলযুক্ত ও পোকাধরা চাল দিচ্ছেন। আটা পরিমানে কম দিচ্ছেন। সময়মতো কখনওই রেশন দেওয়া হয় না।
কারও অভিযোগ, সমস্ত ডিলার মাসের এক থেকে আট তারিখের মধ্যেই রেশন সামগ্রী দেন। কিন্তু, এই ডিলার নির্মল সিংহ মাসের শেষ সপ্তাহে বা দেরিতে রেশন সামগ্রী দেন। যার ফলে আর্থিক সমস্যায় পড়ে অনেকেই রেশন সামগ্রী নিতে পারে না।
advertisement
আরও পড়ুন- লোকের মুখে শুনে ‘হাবিজাবি’ চুলে দেবেন না, রিঠা ভেজানো জল চুল পড়া কমাবেই! জানুন
প্রশাসন ঘটনার উপযুক্ত তদন্ত করে ব্যবস্থা নিক, এমন দাবিও তোলেন বিক্ষোভকারী গ্রাহকেরা। জানা গিয়েছে, মায়ের হয়ে রেশন ব্যবস্থা দেখভাল করেন অভিযুক্ত নির্মল সিংহ।
তাঁর বিরুদ্ধেই ক্ষুব্ধ গ্রাহকেরা। যদিও গ্রাহকদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত রেশন ডিলার নির্মল সিংহ। তাঁর পাল্টা সাফাই, নির্দিষ্ট দিনক্ষণ মেনে না হলেও মাসের মালপত্র মাসেই দেওয়া হয়।
advertisement
নিম্নমানের সামগ্রী বিলির বিষয়ে অভিযুক্ত রেশন ডিলারের যুক্তি, এদিন গ্রাহকদের দাবি মতো চাল বদল করার ব্যবস্থাও হয়েছে। তবে যে চাল সরকারিভাবে পাওয়া যায় সেই চালই গ্রাহকদের দেওয়া হয়। তাঁর তরফে নাকি কোনও গাফিলতি নেই।
এদিকে গোটা ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন এবং খাদ্য সরবরাহ দপ্তর।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
চালে ইঁদুরের মল ও পোকা, 'দুয়ারে রেশন' প্রকল্পে এবার ভয়ঙ্কর অভিযোগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement