হোম /খবর /উত্তরবঙ্গ /
২৪ ঘণ্টায় ২৫০-র বেশি সংক্রমণ, ভয় ধরাচ্ছে বাংলার ঐতিহ্যবাহী এই জেলা!

Corona in Malda: ২৪ ঘণ্টায় ২৫০-র বেশি সংক্রমণ, ভয় ধরাচ্ছে বাংলার ঐতিহ্যবাহী এই জেলা!

মালদহেও বাড়ছে করোনা

মালদহেও বাড়ছে করোনা

Corona in Malda: করোনার প্রকোপ মালদহ জেলা পরিষদে, সংক্রমিত ৩০ জনেরও বেশি কর্মী, আধিকারিক।

  • Share this:

#মালদহ: এবার করোনার থাবা মালদহ (Corona in Malda) জেলা পরিষদে। কর্মী ও আধিকারিক মিলিয়ে করোনা সংক্রমিত হয়েছেন মালদহ জেলা পরিষদের ৩০ জন চাকুরীজীবী। স্বাস্থ্য দপ্তরে হিসেবে গত ২৪ ঘন্টায় মালদহে নতুন করে সংক্রমণের সংখ্যাও একলাফে বেড়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা আড়াইশোর ও বেশি। নতুন সংক্রমিতদের তালিকায় রয়েছে মালদহের নারায়নপুর বি এস এফ ক্যাম্পের বেশ কয়েকজন জওয়ান। বৃহস্পতিবার বি এস এফ ক্যাম্পের বেশ কয়েকজনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়।

তাঁদের মধ্যে অন্তত দশ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে।তবে সবচেয়ে উদ্বেগ বাড়িয়েছে মালদহ জেলা পরিষদে ব্যাপক সংক্রমনের ঘটনা। কারণ, জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু গ্রামীণ মানুষ নানা কাজের প্রয়োজনে প্রতিদিনই আসেন জেলা পরিষদে। একসঙ্গে অন্তত ৩০ জন কর্মী ও আধিকারিক আক্রান্ত হওয়ায় জেলা পরিষদের প্রশাসনিক কাজকর্মে যেমন সমস্যা তৈরি হচ্ছে, তেমনই গোটা জেলা পরিষদ ভবনে কার্যত থমথমে পরিস্থিতি। করোনা সংক্রমিত কর্মী ও আধিকারিকেরা শুক্রবার সকাল থেকেই আইসোলেশনে রয়েছেন। বাকি আরও কিছু কর্মীর শুক্রবার সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়।

আরও পড়ুন: নাম ছাতা মুরুলি, সাগর দ্বীপে জালে উঠল বিরাট 'দানব'! ওজন-দামে আঁতকে উঠবেন...

এই পরিস্থিতিতে জেলা পরিষদের অধিকাংশ সদস্য এবং কর্মাধ্যক্ষরা কার্যত জেলা পরিষদে আসা বন্ধ করেছেন।এদিকে উদ্বেগজনক তথ্য হল, গত দু'দিন তিনদিনে মালদহে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তার বেশিরভাগই শহর এলাকায়। ইংরেজবাজার পুরসভা এলাকার একাধিক ওয়ার্ডে বাড়ছে সংক্রমণ। মালদহ শহরের ঝলঝলিয়া, পিরোজপুর, মকদমপুর, মহেশমাটি, সিঙ্গাতলা প্রভৃতি এলাকায় তুলনামূলকভাবে বেশি সংক্রমণ প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন: ভেবে এনেছিলেন কুকুর ছানা, দিন কয়েক বাদেই মনিবের মাথায় আকাশ ভেঙে পড়ল!

এসব এলাকা ছাড়াও শহরের ২৯ টি ওয়ার্ডের মধ্যে কমবেশি প্রায় সমস্ত ওয়ার্ডে বিক্ষিপ্তভাবে সংক্রমিতের হদিশ মিলেছে।এই অবস্থায় মাক্স পড়ার বিষয় সুনিশ্চিত করতে ধারাবাহিক অভিযান শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। বিভিন্ন বাজার এলাকাগুলিতে চলছে পালা করে পুলিশি অভিযান। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা গুলিতেও আচমকা অভিযান চালানো হচ্ছে। এদিকে করোনা আক্রান্ত দুঃস্থ পরিবারের লোকজনের বাড়ি বাড়ি শুকনো খাবার অফ অল পৌঁছনোর উদ্যোগ নিয়েছে পুলিশ। প্রতিদিনই পালা করে বিভিন্ন এলাকায় সংক্রমিতদের বাড়িতে পৌঁছচ্ছে সরকারি খাবার।

Published by:Suman Biswas
First published:

Tags: Corona in Bengal, Covid