West Bengal News: নাম ছাতা মুরুলি, সাগর দ্বীপে জালে উঠল বিরাট 'দানব'! ওজন-দামে আঁতকে উঠবেন...

Last Updated:
West Bengal News: বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগর দ্বীপের মহিষমারীতে।
1/5
একটা মাছের ওজনই ১ কুইন্টাল ৫৯ কেজি। অর্থাৎ, প্রায় ১৬০ কেজি। আর সেই মাছটি জালে উঠতে চক্ষু চড়কগাছ মৎসজীবীদের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগর দ্বীপের মহিষমারীতে।
একটা মাছের ওজনই ১ কুইন্টাল ৫৯ কেজি। অর্থাৎ, প্রায় ১৬০ কেজি। আর সেই মাছটি জালে উঠতে চক্ষু চড়কগাছ মৎসজীবীদের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগর দ্বীপের মহিষমারীতে।
advertisement
2/5
বিশালাকার এই মাছটি শেষ পর্যন্ত নিলামে উঠল। নিলামে দাম উঠল ২৩ হাজার টাকা। কিন্তু কী সেই মাছ? জানা গিয়েছে, বৃহস্পতিবার মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে একটি বিশালাকার ছাতা মুরুলি মাছ।
বিশালাকার এই মাছটি শেষ পর্যন্ত নিলামে উঠল। নিলামে দাম উঠল ২৩ হাজার টাকা। কিন্তু কী সেই মাছ? জানা গিয়েছে, বৃহস্পতিবার মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে একটি বিশালাকার ছাতা মুরুলি মাছ।
advertisement
3/5
বৃহস্পতিবার সকালে দুই বন্ধুর সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন মৎস্যজীবী শান্তনু দাস। তিনজনই আলাদা আলাদা করে জাল ফেলেন। কিন্তু শান্তনু বাবু বুঝতে পারেন, বিশালাকার কোনও মাছ ধরা পড়েছে তাঁর জালে। এরপর জাল উপরে ওঠাতেই দেখা মিলল সেই 'দানবের'।
বৃহস্পতিবার সকালে দুই বন্ধুর সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন মৎস্যজীবী শান্তনু দাস। তিনজনই আলাদা আলাদা করে জাল ফেলেন। কিন্তু শান্তনু বাবু বুঝতে পারেন, বিশালাকার কোনও মাছ ধরা পড়েছে তাঁর জালে। এরপর জাল উপরে ওঠাতেই দেখা মিলল সেই 'দানবের'।
advertisement
4/5
মহিষামারীর হাতি পিটিয়া ঘাটে এরপর মাছটিকে নিয়ে আসা হয়। গোটা এলাকার মানুষ সেই মাছ দেখতে চলে আসেন। এরপর মাছটিকে কাকদ্বীপে নিয়ে আসা হয়। সেখানেই নিলামে মাছটি ২৩ হাজার টাকায় বিক্রি হয়।
মহিষামারীর হাতি পিটিয়া ঘাটে এরপর মাছটিকে নিয়ে আসা হয়। গোটা এলাকার মানুষ সেই মাছ দেখতে চলে আসেন। এরপর মাছটিকে কাকদ্বীপে নিয়ে আসা হয়। সেখানেই নিলামে মাছটি ২৩ হাজার টাকায় বিক্রি হয়।
advertisement
5/5
স্থানীয় মৎস্যজীবীরা জানিয়েছেন, এত বড় ছাতা মুরুলি মাছ সচরাচর ওঠে না। ইদানীং তা একপ্রকার বিরল প্রজাতিরই। সেই কারণেই মাছটির দাম উঠেছে অনেকটাই। মাছটির এত বেশি দাম ওঠায় স্বভাবতই আপ্লুত ওই মৎস্যজীবী।
স্থানীয় মৎস্যজীবীরা জানিয়েছেন, এত বড় ছাতা মুরুলি মাছ সচরাচর ওঠে না। ইদানীং তা একপ্রকার বিরল প্রজাতিরই। সেই কারণেই মাছটির দাম উঠেছে অনেকটাই। মাছটির এত বেশি দাম ওঠায় স্বভাবতই আপ্লুত ওই মৎস্যজীবী।
advertisement
advertisement
advertisement