China Puppy: ভেবে এনেছিলেন কুকুর ছানা, দিন কয়েক বাদেই মনিবের মাথায় আকাশ ভেঙে পড়ল!

Last Updated:

China Puppy: মনের মতো বন্ধু, সেইসঙ্গে বাড়ির নিরাপত্তাতেও দর, এমনই এক লক্ষ্যে কুকুরটিকে বাড়িতে নিয়ে আসেন ওই ব্যক্তি।

সব এয়ারলাইন্স পোষা প্রাণীর অনুমতি দেয় না। সুতরাং, প্রথমে আপনি যে ফ্লাইটটি নিতে চান তা পোষা প্রাণীটিকেও অনুমতি দেয় কিনা তা পরীক্ষা করে দেখুন।
সব এয়ারলাইন্স পোষা প্রাণীর অনুমতি দেয় না। সুতরাং, প্রথমে আপনি যে ফ্লাইটটি নিতে চান তা পোষা প্রাণীটিকেও অনুমতি দেয় কিনা তা পরীক্ষা করে দেখুন।
#চিন: কথায় বলে, কুকুরের থেকে ভালো বন্ধু নাকি আর হয় না। সেই ভাবনাই হয়ত মনের মধ্যে ছিল চিনের এক ব্যক্তির। সেই সূত্রেই চিনের সাংঘাইয়ের এক বাসিন্দা কিছুদিন আগে বাড়িতে নিয়ে এসেছিলেন একটি কুকুর ছানা (Puppy)। নিজের একাকিত্ব কাটাতে কুকুর ছানাটিকে সঙ্গী করে বাড়িতে নিয়ে এসেছিলেন তিনি। মনের মতো বন্ধু, সেইসঙ্গে বাড়ির নিরাপত্তাতেও দর, এমনই এক লক্ষ্যে কুকুরটিকে বাড়িতে নিয়ে আসেন ওই ব্যক্তি।
এইভাবেই এগোতে থাকল দিন। স্নেহ-যত্নে বেড়ে উঠতে থাকে কুকুরছানাটি। কিন্তু কী অদ্ভূত! যতই সে বেড়ে উঠছিল, ততই কেমন যেন অন্য রকম দেখতে লাগতে শুরু করে ছানাটি। এমনকী শাবকটির হাঁটাচলা, ডাকও একেবারে অন্য রকম হয়ে উঠছিল। এমনকী গায়ের লোমও একেবারেই কুকুরের মতো নয়। পরিস্থিতি দেখে ক্রমেই চিন্তিত হয়ে পড়েন ওই ব্যক্তি।
advertisement
advertisement
কী করবেন বুঝতে না পেরে ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় নিজের শাবকের ছবি দিয়ে নিজের সমস্যার কথা জানান। এরপরই সামনে আসে রহস্য। নেটিজেনরাই তাঁকে জানান, তিনি আসলে কুকুর নয়, বরং বাড়িতে নিয়ে এসেছেন একটি ইঁদুর। ওই ব্যক্তি জানিয়েছেন, একটি পাহাড়ি এলাকা থেকে ওই শাবকটিকে এনেছিলেন তিনি। তাতেই আরও স্পষ্ট হয়, ওই শাবকটি আসলে একটি বাম্বু র‍্যাট (Bamboo Rat)।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
China Puppy: ভেবে এনেছিলেন কুকুর ছানা, দিন কয়েক বাদেই মনিবের মাথায় আকাশ ভেঙে পড়ল!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement