Coochbehar Medical College: ফের চিকিৎসক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার... কোচবিহার মেডিক্যাল কলেজে তুমুল চাঞ্চল্য
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
পড়ুয়ার বাড়ি বিহারে। বুধবার গভীর রাতে হস্টেলের অন্য আবাসিকদের নজরে এলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
কোচবিহার: কোচবিহার মেডিক্যাল কলেজের হস্টেলে ইন্টার্নের ঝুলন্ত দেহ উদ্ধার এর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। হস্টেলের ৩০৪ নম্বর ঘরে ওই দেহ উদ্ধার হয়। পড়ুয়ার বাড়ি বিহারে। বুধবার গভীর রাতে হস্টেলের অন্য আবাসিকদের নজরে এলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
সূত্রের খবর, বুধবার রাতে ওই চিকিৎসক পড়ুয়ার ঝুলন্ত দেহ দেখতে পায় হস্টেলের বাকি পড়ুয়ারা। খবর দেওয়া হয় মেডিক্যাল কলেজের প্রিন্সিপালকে। তড়িঘড়ি তিনি খবর দেন কোচবিহার কোতয়ালি থানায়।
advertisement
advertisement
এর মাত্র এক সপ্তাহ আগে আরজি করে মেডিক্যাল পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘটে। হস্টেল থেকে উদ্ধার হয় ছাত্রীর ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, আরজি কর হাসপাতালে দ্বিতীয় বর্ষে এমবিবিএস পড়ছিলেন মৃত ছাত্রী (২০)। রবিবার কামারহাটি ইএসআই হাসপাতালের কোয়ার্টারে নিজের ঘর থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 13, 2025 2:30 PM IST