Coochbehar: কোচবিহারে মেডিক্যালে নতুন ভাবে সাজছে সিসিইউ

Last Updated:

কোচবিহার মেডিক্যাল কলেজের সিসিইউ বিভাগে এলে চমকে যাবেন, নতুন ভাবে সাজছে সিসিইউ। 

#কোচবিহার: কোচবিহার এমজেএন হাসপাতাল মেডিক্যাল কলেজের সিসিইউ বিভাগকে হাইব্রিড সিসিইউ হিসাবে তৈরির কাজ শুরু হয়েছে ৷  ১৫ বেডের সিসিইউ বিভাগকে ২৪ টি বেডের পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে৷ কোচবিহার এমজেএন হাসপাতাল মেডিক্যাল কলেজে সিসিইউ বিভাগে রোগী ভর্তির চাপ থাকে সবসময়। বেড সংখ্যা বাড়লে পরিসেবা দিতে সুবিধা হবে বলে মনে করছে মেডিক্যাল কলেজ কতৃপক্ষ। ইতিমধ্যেই দফায় দফায় রোগী কল্যান সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ও মেডিক্যাল  কলেজ সুপার রাজীব প্রসাদ সিসিইউ বিভাগ পরিদর্শন করেছেন৷ জানা গিয়েছে দেড় মাসের মধ্যে সিসিইউ বিভাগের কাজ শেষ হয়ে যাবে৷ এতে আরও বেশি সংখ্যায় রোগীদের উন্নতমানের পরিসেবা দেওয়া সম্ভব হবে৷
এছাড়াও মেডিক্যাল কলেজের এমআরআই বিভাগের সংস্কারের  কাজও দ্রুত গতিতে চলছে। কোচবিহার এমজেএন হাসপাতাল মেডিক্যাল  কলেজকে ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে ৷ মেডিক্যাল কলেজের সুপার রাজীব প্রসাদ জানিয়েছেন বেড সংখ্যা বাড়ানোর জন্য সিসিইউ বিভাগ আরও বড় করার কাজ চলছে। এই বাবদ খরচ হবে প্রায় দেড় কোটি টাকা। পুরোপুরি জীবাণু মুক্ত পরিবেশ সিসিইউতে বজায় রাখার চেষ্টায় কাজ চলছে৷
advertisement
advertisement
জানা গিয়েছে, সিসিইউ বিভাগে বেড সংখ্যা বাড়লে বিভিন্ন বিভাগে কাজের জন্য চিকিৎসক নার্স ও টেকনিশিয়ানের সংখ্যাও বাড়ানো হবে। এতে কোনও রোগী সিসিইউ বিভাগে ভর্তি হলে আগের তুলনায় বেশি পরিসেবা পাবেন। পাশাপাশি, সিসিইউ বিভাগের কয়েকটি রুমের মাঝের দেওয়াল ভেঙ্গে রুমগুলিকে আরও বড় করার ভাবনা রয়েছে। এতদিন পর্যন্ত এই বিভাগে কোনও আপদকালীন জরুরি সিড়ি না থাকলেও এবারে চিকিৎসকদের ঘরের বারান্দার কাছে তা তৈরি হবে। রোগী কল্যান সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান,  '' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মেডিক্যাল কলেজে উন্নয়নের কাজ চলছে। সিসিইউ বিভাগের কাজ দ্রুত শেষ হবে। আগের তুলনায় আরও ভাল পরিসেবা পাবে রোগীরা।''
advertisement
Prabir Kundu
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Coochbehar: কোচবিহারে মেডিক্যালে নতুন ভাবে সাজছে সিসিইউ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement