Cooch Behar News: মাত্র ৬০ টাকায় রাতারাতি ভাগ্যবদল পরিযায়ী শ্রমিকের! যা ঘটল জানলে অবাক হবেন

Last Updated:

Cooch Behar News: রাতারাতি ঘুরে গেল ভাগ্যের চাকা। মুহুর্তে কোটিপতি হয়ে উঠলেন পরিযায়ী শ্রমিক বিষ্ণু বর্মন। ঘটনা জানলে চমকে যাবেন

লটারির টিকিট হাতে বিষ্ণু বর্মন
লটারির টিকিট হাতে বিষ্ণু বর্মন
সাহেবগঞ্জ: রাতারাতি বদলে গেল জেলার এক পরিযায়ী শ্রমিকের ভাগ্য। কেটেছিলেন মাত্র ৬০ টাকার লটারির টিকিট। আর তাতেই রাতারাতি ঘুরে গেল ভাগ্যের চাকা। মুহুর্তে কোটিপতি হয়ে উঠলেন জনৈক পরিযায়ী শ্রমিকের বিষ্ণু বর্মন। তাঁর বাড়ি দিনহাটা সাহেবগঞ্জ গর্বোডাঙা নিবাসী গ্রামে। টিকিটে এক কোটি টাকা পাওয়ার কথা চাউর হতেই রীতিমত আনন্দে মেতে ওঠেন পরিবারের মানুষেরা। তবে তিনি দ্রুত সাহেবগঞ্জ থানার দ্বারস্থ হন নিজের সুরক্ষার কথা ভেবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, “কিছুটা সময় আগে বাড়িতে ফিরেছিলেন ভিন রাজ্য থেকে। তারপর জেলাতেই কাজ করছিলেন। শুক্রবার বিকেলে কাজের থেকে ফেরার সময় সাহেবগঞ্জ বাজারে হয়ে বাড়ি ফেরেন তিনি। সেখান থেকে এক লটারির দোকানের বেঁচে যাওয়া টিকিট ৬০ টাকা দিয়ে কাটেন বিষ্ণু। তারপর তিনি এদিন জানতে পারেন তিনি টিকিটে এক কোটি টাকা জিতেছেন। এর পরই আনন্দে আত্মহারা হয়ে পড়েন বিষ্ণু-সহ পরিবারের সদস্যরা।”
advertisement
advertisement
লটারি জয়ী বিষ্ণু বর্মন জানান, “অভাবের সংসারে স্বচ্ছলতা আনতে মাঝেমধ্যেই লটারির টিকিট কাটেন তিনি। আর সেই মতোই এদিন তিনি লটারির টিকিট কেটেছিলেন। লটারি টিকিট কেটে রাতারাতি কোটি টাকা জিতবেন তিনি আশা করেননি। এই টাকার কিছুটা অংশ তিনি কিছু গরীব দুস্থ মানুষদের সাহায্য করবেন এটা ঠিক করেছেন। তবে লটারিতে এত টাকা জেতার পর নিরাপত্তার অভাব বুঝে সাহেবগঞ্জ থানার পুলিশের দ্বারস্থ হন তিনি।” সপ্তাহে এক-দু’দিন টিকিট কাটতেন তিনি। দিন আনা দিন খাওয়া পরিবারের একমাত্র রোজগেরে তিনিই। তাই তাঁর এই পুরস্কার জয়ের কথা ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cooch Behar News: মাত্র ৬০ টাকায় রাতারাতি ভাগ্যবদল পরিযায়ী শ্রমিকের! যা ঘটল জানলে অবাক হবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement