Bangladesh Dried Fish: বাংলাদেশের ইলিশ ও চ্যাপা শুঁটকির স্বাদে মজেছে কোচবিহার! জানেন দাম কত?

Last Updated:

সবার সাধ্যের মধ্যেই রয়েছে এই নোনা ইলিশ ও চ্যাপা শুঁটকির দাম। এই দুই শুঁটকি কিনতে দোকানে রীতিমত ভিড় করছেন মানুষেরা। কেউ একটা কিনছেন, কেউ আবার কিনছেন দুই থেকে তিনটি প্যাকেট।

+
বাংলাদেশের

বাংলাদেশের শুঁটকি

কোচবিহার: ইলিশ মাছ খেতে ভাল লাগেনা এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। তবে যদি তা হয় পদ্মার ইলিশ তবে তো কোন কথাই নেই। নাম শুনলেই জিভে জল চলে আসে প্রায় সকলের। কোচবিহার রাস মেলায় এবার সেই সুদূর বাংলাদেশের পদ্মার ইলিশের দেখা মিলেছে। তবে তা টাটকা ইলিশ নয়। সুদূর বাংলাদেশের ব্যবসায়ীরা পদ্মার ইলিশ নিয়ে এসেছেন শুঁটকি রূপে। এছাড়াও তাঁরা নিয়ে এসেছেন বাংলাদেশের জনপ্রিয় চ্যাপা শুঁটকি মাছ। সবার সাধ্যের মধ্যেই রয়েছে এই নোনা ইলিশ ও চ্যাপা শুঁটকির দাম। এই দুই শুঁটকি কিনতে দোকানে রীতিমত ভিড় করছেন মানুষেরা। কেউ একটা কিনছেন, কেউ আবার কিনছেন দুই থেকে তিনটি প্যাকেট। বর্তমানে রাস মেলায় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এই দুই শুঁটকি মাছ।
শুঁটকি বিক্রেতা মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, “এই ইলিশ বাংলাদেশের পদ্মার ইলিশ। টাটকা ইলিশ শুকিয়ে নিয়ে তারপর লবণ ছিটিয়ে দিয়ে এই ইলিশ শুঁটকি তৈরি হয়। মূলত লবণ দিয়ে মাখিয়ে শুঁকনো হয় মাছকে। কারণ, টাটকা ইলিশ মাছ বেশিদিন রেখে বিক্রি করা সম্ভব হয় না। তবে এই শুঁটকি ইলিশ অনেকদিন পর্যন্ত রেখে বিক্রি করা সম্ভব। এছাড়াও তাঁদের কাছে রয়েছে চ্যাপা শুঁটকি। এই শুটকি খেতে দারুণ সুস্বাদু হয়ে থাকে। চ্যাপা শুঁটকি মাছের দাম কেজি প্রতি ১৫০০ টাকা থেকে ১৬০০ টাকা পর্যন্ত। এবং পদ্মা নদীর নোনা ইলিশ শুটকির দাম রয়েছে কেজি প্রতি ২০০০ টাকা। এছাড়া পিস হিসেবেও বিক্রি করা হচ্ছে এই মাছ।
advertisement
advertisement
শুঁটকি কিনতে আসা এক ক্রেতা জহর রায় জানান, “প্রতি বছর মেলা থেকে এই মাছ কিনে থাকেন তিনি। বাংলাদেশের ইলিশ ও চ্যাপা শুঁটকি সচরাচর দেখতে পাওয়া যায় না কোচবিহারে। তাই এই দুই শুঁটকি মাছ তিনি কিনে বাড়িতে নিয়ে যাচ্ছেন বাড়িতে।” শুঁটকি বিক্রেতা মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, “তিনি প্রতি বছর বাংলাদেশের ইলিশ ও চ্যাপা শুঁটকি মাছ নিয়ে আসেন রাস মেলায়। ১৯৯০ সাল থেকে তিনি পদ্মার ইলিশ ও চ্যাপা মাছের সম্ভার নিয়ে হাজির হন এই রাস মেলায়। এই ইলিশ শুঁটকি অনেকদিন পর্যন্ত রেখে দিলেও নষ্ট হয়ে যায় না। এবং এর স্বাদ ও গুন একই রকম থাকে দীর্ঘ সময় পর্যন্ত।” তবে একটা কথা বলতেই হয়। এই দুই শুঁটকি সঠিক উপায়ে এবং পদ্ধতি অনুসরণ করে রান্না করলে। যেকোন মানুষের জিভে জল আসতে বাধ্য।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangladesh Dried Fish: বাংলাদেশের ইলিশ ও চ্যাপা শুঁটকির স্বাদে মজেছে কোচবিহার! জানেন দাম কত?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement