WB Panchayat Election 2023: 'মানুষ পছন্দ করছে', পরপর দু'বার একই প্রতীকে ভোটের ময়দানে রোসনা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
West Bengal Panchayat Election 2023 : পরপর দুই বছর একই চিহ্ন নিয়ে ভোটের ময়দানে দেখা গেল কোচবিহারের এক নির্দল প্রার্থীকে। কোচবিহারের সদর শহর লাগোয়া ১৬৩ নং বুথের এই নির্দল প্রার্থী ব্যাপক আশাবাদী ভোটের ময়দানে জয়ের বিষয়ে।
কোচবিহার: বর্তমান সময়ে পঞ্চায়েত ভোটের দিন গোনা শুরু করে দিয়েছে প্রায় সমস্ত প্রার্থীরা। ভোটের প্রতিদ্বন্দ্বীদের একচুল জায়গা ছাড়তে রাজি নন কোনও প্রার্থী। তবে এ বার কোচবিহারের পঞ্চায়েত ভোটে দলীয় প্রার্থীর পাশাপশি নির্দল প্রার্থীর সংখ্যাও নেহাত কম নয়। তাই এ বার পঞ্চায়েত ভোট নির্দল প্রার্থীদের বিভিন্ন ধরনের নতুন চিহ্ন চোখে পড়ছে প্রায় সর্বত্র। তবে পরপর দুই বছর একই চিহ্ন নিয়ে ভোটের ময়দানে দেখা গেল কোচবিহারের এক নির্দল প্রার্থীকে।
কোচবিহারের ১৬৩ নম্বর বুথের এই নির্দল প্রার্থী ব্যাপক আশাবাদী ভোটের ময়দানে জয়ের বিষয়ে। তিনি শিশুকন্যা চিহ্ন নিয়ে এ বারের পঞ্চায়েত নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুনঃ ময়ূরেশ্বর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতির বেনজির হুমকি, বিস্ফোরক মন্তব্য ঘিরে তোলপাড়
নির্দল প্রার্থী রোসনা সরকার খাতুন জানান, “শেষ পঞ্চায়েত নির্বাচনে এই শিশু কন্যা চিহ্ন নিয়েই তিনি জিতেছিলেন। তখন এলাকার মানুষ তাঁর ওপর ব্যাপক আস্থা রেখেছিল এবং তাঁর সাধ্যমতো তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সব সময়। এ বারেও তিনি শিশু কন্যা চিহ্ন নিয়েই ফের ভোটের ময়দানে। তাঁর এই চিহ্নের প্রতি তাঁর একটা আবেগ রয়েছে। মূলত তাঁর কন্যা সন্তান খুব ভাল লাগে। এ ছাড়াও স্থানীয় মানুষেরাও এই চিহ্নটি খুব পছন্দ করেন। মূলত সেই কারণেই তাঁর এই চিহ্নটি নেওয়া। বর্তমান সময়ে কন্যা সন্তানের রক্ষা করতে যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে ভোটের ময়দানে সেই আবেগ বেশ অনেকটাই সাহায্য করবে বলে তাঁর মনে হয়।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ আপনার কি পঞ্চায়েতের ডিউটি পড়েছে? ভোটকর্মীরা ডিসিআরসি পৌঁছতে কোথায়, কখন বাস পাবেন? জানুন
তবে ভোটের ময়দানে প্রার্থীর ছায়াসঙ্গী হয়ে সবসময় তাঁর পাশে রয়েছেন তাঁর স্বামী। ভোটের প্রচার থেকে শুরু করে ভোটের অন্যান্য কাজকর্মে সবসময় তাঁকে অক্লান্ত ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। স্বামী বাবলু সরকার জানান, “তাঁদের দুই সন্তান। দু’জনেই ছেলে। সেই কারণে তাঁর কন্যা সন্তানের প্রতি আবেগ রয়েছে। কন্যা সন্তান তাঁর সব সময়ের পছন্দ। তাই তিনি আগের বার ভোটের সময় এই চিহ্ন বেছে নিয়েছিলেন। এ বারেও তিনি তাঁর স্ত্রীকে সেই একই চিহ্ন বেছে নিতে বলেছিলেন। কন্যা সন্তান সমাজের বুকে কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টি নিয়েও তিনি ভোটের ময়দানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চান এবং তিনি আশাবাদী যে তাঁর স্ত্রী এ বারের পঞ্চায়েত ভোটেও জয়ী হবে।”
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 05, 2023 9:13 AM IST