গোরুপাচারের ট্রাকের ধাক্কায় জখম দুই স্কুল ছাত্র
Last Updated:
গোরুপাচারের ট্রাকের ধাক্কায় দুই স্কুল ছাত্রের জখম হওয়াকে ঘিরে উত্তেজনা ছড়াল কোচবিহারের বাসদহ নতিবাড়ি এলাকায়।
#কোচবিহার: গোরুপাচারের ট্রাকের ধাক্কায় দুই স্কুল ছাত্রের জখম হওয়াকে ঘিরে উত্তেজনা ছড়াল কোচবিহারের বাসদহ নতিবাড়ি এলাকায়। উত্তেজিত জনতা দীর্ঘক্ষন গোরুবোঝাই ট্রাক আটকে রেখে বিক্ষোভ দেখায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় দীর্ঘদিন ধরে গোরু চুরি যাচ্ছিল।পাচারকারীরা গোরু চুরি করে পাচার করছিল পুলিশের মদতে। এদিনও এধরনের ঘটনা ঘটেছে। তাই গোরুবোঝাই ট্রেকার আটকে বিক্ষোভ দেখানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে গোরুবোঝাই ট্রেকার বাসদহ নতিবাড়ি এলাকায় দুই স্কুল ছাত্রকে ধাক্কা মেরে পালিয়ে যেতে থাকলে রাস্তার ধারে পড়ে থাকা বালিতে আটকে যায়। এরপর ওই ট্রেকার আটকে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখায়। কিছুক্ষনের মধ্যে সেখানে ঘোকসাডাঙা থানার এক পুলিশ কর্মী এসে গোরু বোঝাই ট্রেকার ছেড়ে দিতে বললে উত্তেজনা ছড়ায়।
advertisement
স্থানীয় বাসিন্দারা ওই পুলিশ কর্মীকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়।বাসিন্দাদের অভিযোগ, পুলিশ কর্মী যে গাড়ি নিয়ে এসেছিল সেই গাড়িতে গাজা ছিল। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশের মদতে পাচারকারীরা গোরু চুরি করে সীমান্ত দিয়ে গোরু পাচার করত। এদিন হাতেনাতে ধরা পড়ে যায়। যদিও পুলিশ অভিযোগ অস্বীকার করেছে.
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2017 7:57 PM IST