Uttar Dinajpur News: কম বাজেটেই পুজোর বিশেষ থিম! তাক লাগাতে চলেছে কালিয়াগঞ্জের ইয়ং স্পোর্টিং ক্লাব

Last Updated:

Uttar Dinajpur News: আরজি কর কাণ্ডের প্রভাব শুধু শহরের সামগ্রিক পরিস্থিতির উপরই নয়, পুজোর জাঁকজমকের উপরও পড়েছে। বড় বাজেটের পুজো করা বহু পুজো কমিটি গুলো কম বাজেটের মধ্যে পুজো করার চিন্তাভাবনা করছে।

+
পুজো

পুজো

উত্তর দিনাজপুর: কম বাজেটেই এবার পুজোর বিশেষ আকর্ষণ কালিয়াগঞ্জের ইয়ং স্পোর্টিং ক্লাবে। বাঙালির অন্যতম বড় উৎসব দুর্গাপুজো আর ক’দিন পরেই। কিন্তু চলতি বছর পরিস্থিতি আলাদা। আরজি কর কাণ্ডের প্রভাব শুধু শহরের সামগ্রিক পরিস্থিতির উপরই নয়, পুজোর জাঁকজমকের উপরও পড়েছে। বড় বাজেটের পুজো করা বহু পুজো কমিটি গুলো কম বাজেটের মধ্যে পুজো করার চিন্তাভাবনা করছে।
পুজো বলতেই মাথায় আসে বড় বাজেটের বড় বড় পুজোর কথা। কিন্তু চলতি  বছরে বড় বাজেট নয়, কম বাজেটের মধ্যেও কী ভাবে সুন্দর করে পুজো করা যায়, তা দেখিয়ে দেবে কালিয়াগঞ্জের ইয়ং স্পোর্টিং ক্লাব। হাতে অল্প সময়। মাত্র ১৫ দিন। আর এরই মধ্যে খুঁটিপুজোর মাধ্যমে তাঁরা শুরু করে দিলেন পুজোর প্রস্তুতি। প্রতি বছরই এই ক্লাব থিম পুজোর উপহার দিয়ে থাকে সাধারণ মানুষদের। চলতি বছরে ইয়ং স্পোটিং ক্লাবের থিম ‘মাটির ঘরে মা’। এই ক্লাবের পুজো এবারে ৫৫ বছরে পদার্পণ করবে।
advertisement
advertisement
জানা যায়, সম্পূর্ণ প্রাকৃতিক সামগ্রী যেমন ইট, মাটি, খড়, পাটকাঠি, দিয়েই পুজোর মণ্ডপ তৈরি হবে। সপরিবার দেবী দশভূজাকে দেখা যাবে একচালায়। চন্দননগরের আদলে আলোকসজ্জা থাকবে। পুজোর মোট বাজেট সাড়ে তিন লক্ষ টাকা। মঙ্গলবার পুরোহিতের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে খুঁটিপুজো করে কালিয়াগঞ্জের ইয়ং স্পোর্টিং ক্লাবের  পুজোর সূচনা হল। শান্ত গ্রাম বাংলার পরিবেশকে ফুটিয়ে তোলা হবে এই পুজোর মধ্য দিয়ে।
advertisement
পিয়া গুপ্তা
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Uttar Dinajpur News: কম বাজেটেই পুজোর বিশেষ থিম! তাক লাগাতে চলেছে কালিয়াগঞ্জের ইয়ং স্পোর্টিং ক্লাব
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement