Child Prodigy: ১৩০ দেশের রাজধানী থেকে নানা আবিষ্কারের খুঁটিনাটি মুখস্থ! খুদে প্রতিভার স্থান রেকর্ড বইয়ে

Last Updated:

Child Prodigy: নানাবিধ বিবরণ-সহ বিভিন্ন ধরনের আবিষ্কারের খুঁটিনাটিও এই স্কুলপড়ুয়ার নখদর্পণে রয়েছে। ওই ব্যতিক্রমী প্রতিভার জন্য পঞ্চম শ্রেণির ইমন মণ্ডলকে স্বীকৃতি দিল ইন্ডিয়া বুক অব রেকর্ড

+
ইমন

ইমন

সুস্মিতা গোস্বামী, দক্ষিণ দিনাজপুর : বয়স তার মাত্র ১০ বছর। এর মধ্যেই নাম উঠে গিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে। ইমন মণ্ডলকে নিয়ে তাই গর্বের শেষ নেই হিলি-র মানুষের। নিমেষেই বলে দিতে পারে ১৩০টি দেশের রাজধানীর নাম। এমনকি নানাবিধ বিবরণ-সহ বিভিন্ন ধরনের আবিষ্কারের খুঁটিনাটিও এই স্কুলপড়ুয়ার নখদর্পণে রয়েছে। ওই ব্যতিক্রমী প্রতিভার জন্য পঞ্চম শ্রেণির ইমন মণ্ডলকে স্বীকৃতি দিল ইন্ডিয়া বুক অব রেকর্ড।
বাংলাদেশের সীমান্ত হিলি থানার ভারত ঘেঁষা চুকুরপাই গ্রামের বাসিন্দা পেশায় ইলেকট্রনিক মিস্ত্রি ইমরান মণ্ডল। তাঁর ১০ বছর বয়সি পুত্রসন্তান ইমন মণ্ডল। পাঞ্জুল হাইস্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। কিন্তু সে ব্যতিক্রমী প্রতিভার। ইন্টারনেট ঘেঁটে একাধিক বিষয়ে জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করেছে। ১ মিনিটেই বলে দিতে পারছে ১৩০টি দেশের রাজধানীর নাম। কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীর ২৬টি স্ট্যাচুর নাম অবলীলায় বলে দিতে পারে। ইমনের বাবা পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ইমরান মণ্ডলের আনন্দ যেন ধরে না। জানা গিয়েছে, মোবাইল থেকে বিভিন্ন তথ্য খাতায় লিখে নিয়ে পড়াশুনা করত। সম্প্রতি ওই কিশোরের পরিবারের তরফে তার এই প্রতিভার কথা জানানো হয়।
advertisement
ক্ষুদে স্কুল পড়ুয়া ইমন মন্ডল জানান, “বড় হয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে তার। এই অল্প বয়সেই ইঞ্জিনিয়রিংয়ের পাঠ নিয়ে ঘাঁটাঘাঁটিও শুরু করে দিয়েছে। এই সাফল্য পেয়ে বড় খুশি সে। অকপটেই বলছে, ইন্টারনেট থেকেই আমি সব শিখেছি। খেলাধূলার থেকে পড়তে বেশি ভাল লাগে।”
advertisement
আরও পড়ুন : ব্লাড সুগার থেকে কৃমি নিয়ন্ত্রণ করে নিমেষে! জানুন পলাশগাছের নানা অংশের হাজারো ওষধি গুণ
ইমনের মা রিজিয়া সুলতানা বলেন,  “ছোট থেকেই ওর পড়াশোনার প্রতি খুব ঝোঁক। এখন যা শিখেছে তা কিন্তু মোবাইল ঘেঁটেই। ইন্টারনেট থেকে পড়াশোনা করে। আমরাও গাইড করেছি, শিক্ষকেরাও। ওর পড়াশোনায় যাতে কোনও অসুবিধা না হয় সেটা আমরা সবসময় দেখি।”
advertisement
ইমনের পরিবার সূত্রের খবর, ইন্ডিয়া বুক অব রেকর্ডের ওই সংস্থার তরফে ইমনের ব্যতিক্রমী প্রতিভার বিষয়টি পর্যবেক্ষণ করা হয়। এর পরই ভারতের ১০জন কিশোরের মধ্যে প্রতিযোগিতা হয়। গত ১১ ডিসেম্বর ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-র অনলাইন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ইমন। তার পরেই আসে সুখবর। সেখানেই ইমনের প্রতিভা প্রতিষ্ঠিত হয়। গত ১৫ জানুয়ারি ইন্ডিয়া বুক অব রেকর্ড থেকে ইমন মণ্ডলকে স্বীকৃতি দেওয়া হয়। সম্প্রতি ইমনের বাড়ি স্বীকৃতিপত্র পাঠিয়েছে ওই সংস্থা। তার পর থেকে উচ্ছ্বসিত পারিবারের সদস্যরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Child Prodigy: ১৩০ দেশের রাজধানী থেকে নানা আবিষ্কারের খুঁটিনাটি মুখস্থ! খুদে প্রতিভার স্থান রেকর্ড বইয়ে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement