Child Missing : আলিপুরদুয়ারে তোলপাড়, বিছানা থেকে উধাও সাত মাসের শিশু! স্নানে সেরে বেরিয়ে 'বাজ পড়ল' মায়ের মাথায়

Last Updated:

Child Missing : সাত মাসে শিশুকে রেখে স্নান করে গিয়েছিলেন মা। এসে দেখেন শিশুটি উধাও। অন্যদিকে এলাকায় এক মহিলার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা গিয়েছে।

শিশুটির বাড়ি 
শিশুটির বাড়ি 
আলিপুরদুয়ার, অনন্যা দে :  দিনদুপুরে আলিপুরদুয়ার জংশন দক্ষিণ চ্যাচাখাতা এলাকার এক বাড়ি থেকে শিশুর উধাও হওয়ার ঘটনায় চাঞ্চল্য এলাকায়। অভিযোগ শহরে ঘুরে বেরচ্ছে ছেলেধরা গ্যাং। শুক্রবার দুপুরে এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল আলিপুরদুয়ার জংশন দক্ষিণ চ্যাচাখাতা এলাকায়।
জানা যায়, এদিন দুপুরে ওই সাত মাসের শিশুর মা তাকে ঘুম পাড়িয়ে স্নানে যান।  সেই সময় শিশুর দাদুও ঘরে খাওয়াদাওয়ার পর বিশ্রাম নিচ্ছিলেন। অন্যদিকে শিশুটির বাবাও বাড়িতে ছিলেন না। স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে শিশুর মা দেখেন, বিছানা থেকে তাঁর মেয়ে উধাও। ঘরের আশপাশে অনেক খোঁজাখুজি করে না পেয়ে আশপাশের বাড়ির লোকজনের কাছ থেকে খোঁজ নেন।
advertisement
আরও পড়ুন : মাত্র ১০ টাকাতেই করিয়ে নিন র*ক্তের বিভিন্ন জটিল পরীক্ষা, হাতে সময় মাত্র দু’দিন! হাওড়ার মিলছে সুযোগ 
ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এরপরেই খবর দেওয়া হয় পুলিশকে।  খবর পেয়ে আলিপুরদুয়ার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনারস্থলে রয়েছেন আলিপুরদুয়ারের মহকুমা পুলিশ আধিকারিক শ্রীনিবাস এমপি। পরিবার এবং আশপাশের লোকজনের সঙ্গে কথাবার্তা বলে নিখোঁজ শিশুর তল্লাশি শুরু হয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে, এলাকার এক বাড়ির সিসি ক্যামেরাতে এক অজ্ঞাত পরিচয় মহিলাকে টোটোয় চেপে কোলে কিছু নিয়ে যেতে দেখা যায়। এরপরেই শিশুর খোঁজ করতে পুলিশ কুকুর আনা হয়। এর পরেই আলিপুরদুয়ার জংশন এলাকার ঘটনাস্থলের আশপাশ ঘিরে ফেলে পুলিশ। সন্দেহভাজন সকলের ওপর নজর রয়েছে পুলিশের। সিসি ক্যামেরায় দেখা পাওয়া সেই মহিলার খোঁজ চলছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Child Missing : আলিপুরদুয়ারে তোলপাড়, বিছানা থেকে উধাও সাত মাসের শিশু! স্নানে সেরে বেরিয়ে 'বাজ পড়ল' মায়ের মাথায়
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement