Child Birth In Train:  প্রবল প্রসব যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন মহিলা, রেল পুলিশের মহিলা হেড কনস্টেবল দৌড়ে গেলেন, নিয়ে গেলেন স্লিপার কোচের টয়লেটে, তারপর...

Last Updated:

Child Birth Inside Train: প্রসব যন্ত্রনা উঠল রেলের প্লাটফর্ম-এ। অসহ্য প্রসব যন্ত্রনা নিয়ে ওই মহিলাকে প্লাটফর্ম-এ দেখেন রেল পুলিশের হেড কনস্টবল স্বপ্না দাস।তার সহায়তায় ট্রেনের কামরায় সন্তান জন্ম দিলেন ওই মহিলা।

নিয়ে যাওয়া হচ্ছে মহিলাকে 
নিয়ে যাওয়া হচ্ছে মহিলাকে 
আলিপুরদুয়ার: প্রসব যন্ত্রনা উঠল রেলের প্ল্যাটফর্মে। অসহ্য প্রসব যন্ত্রনা নিয়ে ওই মহিলাকে প্লাটফর্ম-এ দেখেন রেল পুলিশের হেড কনস্টবল স্বপ্না দাস।তার সহায়তায় ট্রেনের কামরায় সন্তান জন্ম দিলেন ওই মহিলা।
গর্ভবতী মহিলার ছটফটানি দেখে স্বপ্না দাস তার ঊর্ধতন কর্তৃপক্ষকে খবর দিয়ে ওই মহিলার সাহায্যের জন্য যান। নিউ আলিপুরদুয়ার স্টেশনে এদিন দেখা গেল এই ছবি।ওই মহিলা এরপর শৌচালয় যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলে তাঁকে নিয়ে যাওয়া হয় তিস্তা তোর্সা এক্সপ্রেসের স্লিপার কোচের একটি শৌচালয়ে। কিন্তু মেডিকেল টিম এসে পৌঁছানোর আগেই তিনি সন্তান প্রসব করেন। এরপরে খবর পেয়ে রেল পুলিশের টিম এবং চাইল্ড ডেস্ক সেখানে চলে আসে।জানা গিয়েছে ওই মহিলার নাম নেহা দেবী। তিনি বিহারের বাসিন্দা।
advertisement
advertisement
শিলচর কোয়েম্বাটুর এক্সপ্রেস ট্রেনটির যাত্রী ছিলেন।অপরদিকে ট্রেনে শিশু প্রসবের ঘটনা শুনে নিউ আলিপুরদুয়ার স্টেশনে চলে আসেন রেলওয়ে মেডিকেল অফিসার। নবজাতক ও মাকে নিয়ে যাওয়া হয় আলিপুরদুয়ার রেলওয়ে হাসপাতাল। এই ঘটনার কারণে তিস্তা তোর্সা এক্সপ্রেস ছাড়তে দেরি হয়।ট্রেনটি দুপুর ১ টা ২১ মিনিটে স্টেশন থেকে ছাড়ে।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Child Birth In Train:  প্রবল প্রসব যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন মহিলা, রেল পুলিশের মহিলা হেড কনস্টেবল দৌড়ে গেলেন, নিয়ে গেলেন স্লিপার কোচের টয়লেটে, তারপর...
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement