ISI Mark: ৭৭৮ পণ্য নিয়ে কেন্দ্রের নয়া নির্দেশ...! রফতানি, বিক্রি সব বন্ধ, যদি না থাকে একটি চিহ্ন

Last Updated:

ISI Mark: পণ্য রফতানির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিআইএস বিভাগের আইএসআই চিহ্ন বাধ্যতামূলক ঘোষণা করেছে কেন্দ্র সরকার।

+
মালদহে

মালদহে পণ্য উৎপাদনকারী শিল্প উদ্যোগীদর সচেতন করল বিআইএস

মালদহ: পণ্য রফতানি এবং বিক্রির ক্ষেত্রে নয়া নির্দেশ কেন্দ্র সরকারের। এবার থেকে দেশের ৭৭৮ টি পণ্যে আইএসআই মার্ক বহন বাধ্যতামূলক জানাল কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা আধিকারিকরা। বিশেষত বাজারে যেকোন ধরনের পণ্য যেমন খাবার, আসবাবপত্র, মানুষের ব্যবহারের জিনিস ইত্যাদি পণ্যের উপর মান নির্ধারণের জন্য সরকারি সংস্থার বিশেষ চিহ্ন দেখা দেয়। তবে আজও একাধিক পণ্য রয়েছে যাদের সরকারিভাবে কোনরকম চিহ্ন না থাকায় গুণগতমান এবং স্বাস্থ্যকর বিষয়গুলো প্রশ্নের মুখে দাঁড়ায়।
তবে এবার থেকে দেশের ৭৭৮ টি পণ্যকে কেন্দ্রীয় সরকারের আইএসআই বিভাগের চিহ্নকে বাধ্যতামূলক করেছে কেন্দ্র সরকার। এই চিহ্ন না থাকলে বাজারে পণ্য বিক্রি অথবা রফতানি করতে পারবেন না শিল্প‌ উদ্যোগীরা ও বিক্রেতারা। এই নয়া নির্দেশের পদ্ধতি ব্যবহার সহজ করে তুলতে মালদহের ১০৫ জন ছোট থেকে বড় শিল্প উদ্যোগীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হল। সেখানে তাদের এই নয়া নির্দেশ সম্পর্কে অবগত করা হয়।
advertisement
advertisement
এ বিষয়ে রাজ্য বিআইএস আধিকারিক মৈনাক গন্তৈত জানান, “বাসনপত্র, সরঞ্জাম, জুতা, খেলনা, পাখা, নাট, বোল্ট খাবার সহ মোট ৭৭৮টি পণ্যকে আইএসআই মার্ক বহন করা বাধ্য ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কীভাবে সহজে শিল্প উদ্যোগী, উৎপাদনকারীরা কেন্দ্রীয় সরকারের বিএসআই বিভাগের দ্বারা আইএসআই মার্ক এবং শংসাপত্র পাবেন, কীভাবে এই পদ্ধতি সহজে গ্রহণ করবেন। সে বিষয়ে অবগত করা হয় তাদের। যারা একই ধরনের পণ্য উৎপাদন করেন তারা চাইলে একসঙ্গে মিলেমিশে একটি ল্যাবরেটরি বানিয়ে পরীক্ষা করতে পারেন। অথবা জেলার বড় কোন সংস্থার ল্যাবরেটরিতে গিয়ে তাদের পণ্য পরীক্ষার পরেই পণ্য রফতানি এবং বাজারজাত করার ক্ষেত্রে বিআইএস শংসাপত্র পেতে পারবেন। সরকারি এই মার্ক বহন করলে তাদের পণ্যের রফতানি অথবা বাজারে বিক্রির ক্ষেত্রে মানসম্মত মর্যাদা বাড়বে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে মালদহের পণ্য ব্যবসায়ী উজ্জ্বল সাহা জানান, “এই মার্ক বহন পদ্ধতির ফলে ভোক্তারা নিশ্চিতভাবে মানসম্পন্ন পণ্যকে চিহ্নিত করে কিনতে পারবেন। পাশাপাশি এই পদ্ধতি দেশে মানসম্পন্ন পণ্য উৎপাদনের ক্ষেত্রে শিল্পপতিদের উৎসাহিত করে তুলতে সাহায্য করবে।‌”
advertisement
বাজারে মূলত স্বাস্থ্যকর এবং টেকসই পণ্যের চিহ্নিতকরণের ক্ষেত্রে সরকারি সংস্থা দ্বারা নির্ধারিত চিহ্ন অন্যতম ভূমিকা পালন করে। মূলত দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের এই বিভাগের শংসাপত্র দ্বারাই পণ্যের গুণগতমান নির্ধারণ করা হয়। এতে বাজারে কেনাকাটার সময় স্বাস্থ্যকর টেকসই ও ভাল জিনিস চেনার ক্ষেত্রে সজাগ হতে পারবেন ক্রেতারা।
জিএম মোমিন
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ISI Mark: ৭৭৮ পণ্য নিয়ে কেন্দ্রের নয়া নির্দেশ...! রফতানি, বিক্রি সব বন্ধ, যদি না থাকে একটি চিহ্ন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement