Viral CCTV: রাতের অন্ধকারে দোকানের ভেতরে ড্রয়ার হাতড়াচ্ছে কে! সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Viral CCTV : রাতের অন্ধকারে দোকানের ভেতরে ড্রয়ার হাতরাচ্ছে কে! সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
জলপাইগুড়ি: ধূপগুড়ি শহরের এক বিল্ডার্সের দোকানে বৃহস্পতিবার মাঝরাতে ঘটেছে দুঃসাহসিক চুরি। দোকানের ছাউনির টিন খুলে ভেতরে ঢুকে চোরেরা লুটপাট চালায়, যা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। শুক্রবার সকালে দোকান খুলতেই দোকানের মালিক দেখতে পান, দোকানের জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় রয়েছে। ক্যাশ বাক্স খোলা এবং তার মধ্যে থাকা নগদ টাকা চুরি হয়ে গেছে।
দোকান মালিক দাবি করেন, ক্যাশ বাক্স থেকে প্রায় ১৫-২০ হাজার টাকা চুরি গেছে। এছাড়াও, দোকানের ছাউনির টিন খোলা অবস্থায় ছিল, যা চুরির পরিকল্পিত ঘটনা হতে পারে। এ ঘটনার পর মালিক ধূপগুড়ি থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং সেখানে একজন মুখ ঢাকা চোরকে দোকানে ঢুকে লুটপাট করতে দেখা যায়।
advertisement
advertisement
পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। এই চুরির ঘটনা ঘটেছে এমন এক সময়ে, যখন দোকানটি ধূপগুড়ি থানার আই সিরবাড়ির পাশেই অবস্থিত। শহরবাসীর মধ্যে প্রশ্ন উঠছে যে, পুলিশের কর্তার বাড়ির পাশেই এমন সাহসী চুরি। সিসিটিভি ফুটেজে পাওয়া তথ্য কাজে লাগিয়েসন্দেহভাজনদের ধরার চেষ্টা করছে পুলিশ।
advertisement
Surajit Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2025 1:35 PM IST