CBI Raid in Malda: মালদহ মেডিক্যালে হঠাৎ সিবিআই হানা, ঘর থেকেই গ্রেফতার হাসপাতালের বড় কর্তা! কে তিনি?

Last Updated:

এ দিন দুপুর নাগাদ একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারের নেতৃত্বে সিবিআই-এর দল মালদহ মেডিক্যাল কলেজে আসে।

মালদহ মেডিক্যাল কলেজে সিবিআই হানা৷
মালদহ মেডিক্যাল কলেজে সিবিআই হানা৷
মালদহ: মালদহ মেডিক্যাল কলেজে আচমকা হানা দিল সিবিআই৷ হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার দেবব্রত দাসকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এই ঘটনায় হাসপাতালে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়৷
হাসপাতাল সূত্রে খবর, অভিজিৎ দাসের বিরুদ্ধে পুরোন একটি দুর্নীতি মামলার তদন্ত করছিল সিবিআই৷ সেই মামলাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে৷ চার মাস আগে তিনি মালদহ মেডিক্যাল কলেজে ফেসিলিটি ম্যানেজার হিসেবে কাজে যোগ দিয়েছিলেন৷
advertisement
মালদহ মেডিক্যাল কলেজের আগে আলিপুরদুয়ার , সাগর দত্ত মেডিক্যাল কলেজে, বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে বিভিন্ন সময় কর্মরত ছিলেন অভিজিৎ দাস৷ সিবিআই সূত্রে খবর, সমন থাকা সত্ত্বেও আলিপুর আদালতে হাজিরা দেননি তিনি৷ তার পরেই তাঁকে এ দিন সিবিআই গ্রেফতার করে৷
advertisement
এ দিন দুপুর নাগাদ একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারের নেতৃত্বে সিবিআই-এর দল মালদহ মেডিক্যাল কলেজে আসে। হাসপাতালে সিবিআই- এর অভিযানে হইচই পড়ে যায়। সেই সময় হাসপাতালের প্রশাসনিক ভবনে নিজের ঘরেই কর্মরত ছিলেন ওয়ার্ড মাস্টার তথা ফেসিলিটি ম্যানেজার ছিলেন অভিজিৎ দাস। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরেই তাকে গ্রেফতার করে সিবিআই।
advertisement
মালদহ মেডিক্যা কলেজের সুপার তথা সহ অধ্যক্ষ প্রসেনজিৎ বর বলেন, ‘সিবিআই একটি কেস রেফারেন্স জানিয়েছে। যতটুকু জেনেছি তার বিরুদ্ধে পুরনো মামলা রয়েছে। আদালতের সমান থাকা সত্ত্বেও হাজিরা দেননি। এই কারণেই গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। তা কার্যকরী করতে সিবিআই আসে।’ যদিও অভিযোগের বিষয়ে বিস্তারিত জানা নেই বলে মন্তব্য করেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
CBI Raid in Malda: মালদহ মেডিক্যালে হঠাৎ সিবিআই হানা, ঘর থেকেই গ্রেফতার হাসপাতালের বড় কর্তা! কে তিনি?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement