টোল পাসেও প্রতারণা! রাজ্যের 'এই' জাতীয় সড়ক দিয়ে যাতায়াতের আগে সাবধান!

Last Updated:

সরাসরি জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন অভিযোগকারী গাড়ি চালক

টোল প্লাজার বিরুদ্ধে নকল টোল পাস দেওয়ার অভিযোগ। প্রতীকী ছবি
টোল প্লাজার বিরুদ্ধে নকল টোল পাস দেওয়ার অভিযোগ। প্রতীকী ছবি
ফাঁসিদেওয়া, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্র: টোল প্লাজার বিরুদ্ধে নকল টোল পাস করার অভিযোগ। সরাসরি জাতীয় সড়ক কর্তৃপক্ষকে অভিযোগ জানালেন অভিযোগকারী ব্যক্তি। ইতিমধ্যেই ভুলের কথা স্বীকার করে নিয়েছেন সংস্থার আধিকারিক। ফাঁসিদেওয়ার বিধাননগর মাদাতি টোল প্লাজার বিরুদ্ধে নকল পাস করার অভিযোগ তুলেছেন কিংশুক কুণ্ডু নামের এক গাড়ি চালক।
কলকাতা থেকে শিলিগুড়িগামী ৩১নং জাতীয় সড়কে রয়েছে বিধাননগর মাদাতি টোল প্লাজা। অভিযোগ, স্থানীয় যাতায়াতের জন্য ২টি গাড়ির টোল পাস করতে যান জয়ন্তীকা চা বাগানের ব্যাঙ্ক কর্মী কিংশুক কুন্ডু! মাসিক ৩৫০ টাকা করে ২ গাড়ির জন্য ৭০০ টাকা দিলেও একটি গাড়ির পাস করা হয় এবং অন্যটির পাস নকল করে তৈরি করেন সংস্থার কর্মীরা।
advertisement
আরও পড়ুনঃ বিরাট চেহারা! সাতসকালে দিঘায় ধরা পড়ল ‘জায়ান্ট’…! সৈকত শহরে শোরগোল
কিংশুকবাবুর অভিযোগ, জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে টোলের টাকা না পাঠিয়ে ওই টোল প্লাজার কর্মীরা একপ্রকার প্রতারণা করছেন। তাঁর দাবি, অনেক স্থানীয় গাড়ি চালক এই ধরণের পাস তৈরি করেন। সেক্ষেত্রে এই প্রতারণা কত বড় তা অনুমান করাও মুশকিল।
advertisement
advertisement
গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন অভিযোগকারী গাড়ি চালক। অন্যদিকে ওই টোল প্লাজার ম্যানেজারের দাবি, কর্মীর ভুলের জন্য এটি হয়েছে। লিঙ্ক সমস্যার জন্য ম্যানুয়াল পাস করা হয়েছিল, কোনও নকল পাস করা হয়নি।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
টোল পাসেও প্রতারণা! রাজ্যের 'এই' জাতীয় সড়ক দিয়ে যাতায়াতের আগে সাবধান!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement