Panchayat Election 2023: দাদা আমি গ্রামে ফিরতে পারব না...নিশীথের পা ধরে হাউ হাউ করে কাঁদছেন পরাজিত প্রার্থী
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Panchayat Election 2023: তাঁকে নিরাপত্তা দেওয়ার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন নিশীথ।
সার্থক পন্ডিত, কোচবিহার: পঞ্চায়েত নির্বাচনে হেরে গিয়েছেন। নিশীথ প্রামাণিককে সামনে পেয়ে পা জড়িয়ে কেঁদে ফেললেন পরাজিত বিজেপি প্রার্থী। নিশীথ প্রামাণিকের পা ধরে পরাজিত সেই প্রার্থী বলতে থাকেন, “দাদা আমি আর গ্রামে ফিরতে পারব না।” তাঁকে নিরাপত্তা দেওয়ার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন নিশীথ।
নির্বাচনের প্রথম দিন থেকেই বারংবার খবরের শিরোনামে ছিল কোচবিহারের দিনহাটা মহকুমা। আর এবার কোচবিহারের দিনহাটা মহকুমায় দীর্ঘ সময়ের সবুজ আবিরে ঢেকে থাকা অংশকে কাটিয়ে গেরুয়া আবির দেখা গেল পঞ্চায়েত নির্বাচনে। পঞ্চায়েত নির্বাচনে দিনহাটা মহকুমার ১ নং ব্লক এলাকায় মোট ২১টি আসনে ইতিমধ্যেই জয়লাভ করেছে বিজেপি। তাই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনার কোন খামতি নেই বর্তমান সময়।
advertisement
advertisement
দিনহাটার ভেটাগুড়ি এলাকা নিশীথ প্রামানিকের গড় হিসেবে পরিচিত। আর সেখানেই বিজেপি ব্যাপক ভোট জয়লাভ করার ফোন ব্যাপক খুশি সকল জয়ী প্রার্থী ও কর্মী সমর্থক। জয়ের ব্যাপারে নিশীথ প্রামানিক জানান, “ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মী সমর্থক নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়েনি। এত সন্ত্রাস ও এত হিংসাকে ভয় পেয়ে সরে যায়নি তাঁরা। তাই এই হয় সকল কর্মীদের জয়। এই জয় সকল প্রার্থীদের জয়। এই হয় সাধারণ মানুষের জয়।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2023 5:49 PM IST