#মালদহ: লকডাউনেও গুলি চলল মালদহের কালিয়াচকে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধের জেরে গুলির ঘটনা ঘটল কালিয়াচকের খালতিপুরে। দলেরই অঞ্চল সহ-সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। অল্পের জন্য প্রানে বাঁচেন অঞ্চল তৃণমূল সহ সভাপতি মহম্মদ নাসিম শেখ। গুলি লক্ষ্যভষ্ট হয়ে পাশেই থাকা এক পথচারী জিয়াউল শেখের হাত ছুঁয়ে বেড়িয়ে যায়।
গুলি চালানোর অভিযোগ উঠেছে কালিয়াচকের সিলামপুর-২ গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী মোসারফ শেখের বিরুদ্ধে। অভিযোগ, ওই তৃনমূল নেতাকে লক্ষ্য করে তিন রাউণ্ড গুলি ছোঁড়া হয়। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে খালতিপুর বাজার এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাজার এলাকায় দুই নেতার মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। এরপরেই আচমকাই গুলি চালান মোসারফ সেখ। মূহূর্তের মধ্যে ব্যস্ততম এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপরেই এলাকা ছেড়ে পালায় দুস্কৃতিরা। জানা গিয়েছে, পঞ্চায়েতের কিছু কাজকর্ম নিয়ে ওই দুই তৃণমূল নেতার মধ্যে পুরোনো বিবাদ ছিল। এই বিবাদের জেরেই গুলির ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনায় কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা তথা তৃণমূলের অঞ্চল সহ সভাপতি নাসিম সেখ। অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ। তবে এখনও বেপাত্তা অভিযুক্ত ওই তৃনমূল নেতা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।