গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে গণ-ইস্তফা!

Last Updated:

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে গণ-ইস্তফা!

#মালদহ: ফের শিরোনামে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ৷ এবার পরীক্ষা বিতর্কে গণ ইস্তফা! উপাচার্য গোপালচন্দ্র মিশ্রের কাছে গণ-ইস্তফার প্রস্তাব পেশ করেছেন পরীক্ষা পরিচালন কমিটির সদস্যরা ৷ এই ঘটনায় ফের শুরু হয়েছে বিতর্ক ৷
মালদহ কলেজে মেঝেতে পরীক্ষা নিয়ে বিতর্কের জের উপাচার্যের কাছে গণ-ইস্তফার প্রস্তাব সদস্যদের ৷ স্নাতক স্তরের পরীক্ষায় মালদহ কলেজে পরীক্ষার্থীদের মেঝেতে বসিয়ে পরীক্ষা নেওয়ার ঘটনায় সমস্ত দায় স্বীকার করে ইস্তফার ইচ্ছাপ্রকাশ করেছে পরীক্ষা নিয়ামক কমিটি ৷
কলেজের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করে কমিটি ৷ তাদের বক্তব্য, ‘কলেজ চাইলে মেঝেতে পরীক্ষা নিতে হত না ৷’
advertisement
advertisement
গত ২৮ এপ্রিল মালদহ কলেজে স্নাতক স্তরের পরীক্ষায় দেখা যায়, ক্লাসরুমের সঙ্গে সঙ্গে সাইকেল স্ট্যান্ডে, বারান্দায় মেঝেতে বসিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে ৷ তীব্র গরমে পারদ ছুঁয়েছে ৩৯-এর কোঠা ৷ এমন পরিস্থিতিতে ক্লাসরুমে এক বেঞ্চে ঠাসাঠাসি করে বসে পরীক্ষা দেওয়া রীতিমতো শাস্তির সমান ৷ এইরকম গরমে রীতিমতো মাটিতে, এমনকী সাইকেল স্ট্যান্ডে বসিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ ওঠে মালদহ কলেজে ৷
advertisement
কলেজের অধ্যক্ষ উত্তমকুমার সরকারের দাবি করেন, ‘কলেজে মাত্র ১৪০০ জনের বসার পরিকাঠামো রয়েছে ৷ এদিকে একসঙ্গে ৪ হাজার ছাত্রছাত্রীর পরীক্ষার সিট পড়েছে ৷ পরীক্ষার আগের দিন উপাচার্য ফোন করে তাঁবু খাটিয়ে হলেও পরীক্ষা নিতে বলেন ৷’
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সনাতন দাস ঘটনার দায় সম্পূর্ণ এড়িয়ে গিয়ে জানান, ‘ মালদহ কলেজ অসহযোগিতা করেছে ৷ ওদের যথেষ্ট জায়গা ছিল ৷ কলেজের কয়েকটি ঘর তালাবন্ধ ছিল ৷ তাই ওই পরিস্থিতি তৈরি হয় ৷ চেষ্টা করলেই সুষ্ঠু ব্যবস্থা করা যেত ৷ গোটা বিষয়টির তদন্ত হবে ৷’
advertisement
বিষয়টি প্রকাশ্যে আসতে শিক্ষামন্ত্রী সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের নির্দেশ দেন ৷
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে গণ-ইস্তফা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement