BSF shoots Bangladeshi smugglers: দা, লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ল বাংলাদেশি দুষ্কৃতীরা, পাল্টা গুলি বিএসএফ-এর! গভীর রাতে মালদহ সীমান্তে তুলকালাম

Last Updated:

বিএসএফ সূত্রে খবর, শুক্রবার রাতে মালদহের নওদার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে বাংলাদেশী চোরাচালানকারীরা৷ সেই সময় ওই সীমান্তে নজরদারির দায়িত্বে ছিলেন বিএসএফ-এর ১১৯ নম্বর ব্যাটেলিয়নের কয়েকজন জওয়ান৷

বাংলাদেশ সীমান্তে আক্রান্ত বিএসএফ৷ প্রতীকী ছবি
বাংলাদেশ সীমান্তে আক্রান্ত বিএসএফ৷ প্রতীকী ছবি
মালদহ: গত কয়েকদিন ধরেই কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে উত্তপ্ত হয়েছিল মালদহের বৈষ্ণবনগরের সুখদেবপুর সীমান্ত৷ এরই মধ্যে মালদহের নওদায় ভারত বাংলাদেশ সীমান্তে চোরাচালানকারীদের আটকাতে গুলি চালালো বিএসএফ৷ অভিযোগ, প্রথমে বিএসএফ জওয়ানরা বাধা দেওয়ায় তাঁদের উপরে প্রাণঘাতী হামলা চালায় চোরাচালানকারীরা৷ তখন আত্মরক্ষায় পাল্টা গুলি চালান বিএসএফ জওয়ানরাও৷ এর পরই বাংলাদেশের দিকে পালিয়ে যায় অভিযুক্তরা৷
বিএসএফ সূত্রে খবর, শুক্রবার রাতে মালদহের নওদার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে বাংলাদেশী চোরাচালানকারীরা৷ সেই সময় ওই সীমান্তে নজরদারির দায়িত্বে ছিলেন বিএসএফ-এর ১১৯ নম্বর ব্যাটেলিয়নের কয়েকজন জওয়ান৷ তাঁরা দেখেন, প্রায় ১৫ থেকে ২০ জন সশস্ত্র বাংলাদেশি চোরাচালানকারী দ্রুত সীমান্তের বেড়ার দিকে এগিয়ে আসছে৷ সঙ্গে সঙ্গে ওই সতীর্থ জওয়ানদের সতর্ক করে দুষ্কৃতীদের দিকে সতর্ক করে এগিয়ে যান ওই বিএসএফ জওয়ানরা৷
advertisement
advertisement
যদিও বিএসএফ জওয়ানদের সাবধান বার্তাকে উপেক্ষা করেই এগোতে থাকে দুষ্কৃতীর দল৷ জওয়ানদের বিভ্রান্ত করতে তাঁদের চোখে হাই বিম টর্চের আলো মারতে থাকে বাংলাদেশি চোরাচালানকারীরা৷ দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে প্রথমে শূন্যে গুলি চালান বিএসএফ জওয়ানরা৷ এরই মধ্যে জওয়ানদের উপরে ধারালো অস্ত্র এবং লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীদের দল৷ শেষ পর্যন্ত আত্মরক্ষার জন্য পাচারকারীদের দিকে পর পর দু রাউন্ড গুলি চালান বিএসএফ জওয়ানরা৷
advertisement
ততক্ষণে আশপাশের এলাকা থেকে আরও বিএসএফ জওয়ান ঘটনাস্থলে চলে আসেন৷ এর পরই ভয় পেয়ে আম বাগানের ভিতর দিয়ে ভারত এবং বাংলাদেশের দিকে পালিয়ে যায় দুষ্কৃতীদের দল৷ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৫৭২ বোতল ফেনসিডিল সিরাপ, একটি দা এবং একটি টর্চ উদ্ধার করা হয়৷ বাংলাদেশি সংবাদমাধ্যম প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, শুক্রবার রাতেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত থেকে চোরাপথে ফেনসিডিল নিয়ে ফেরার সময় বিএসএফ-এর গুলিতে গুরুতর আহত হয়েছেন বাংলাদেশি এক যুবক৷ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
advertisement
এর পাশাপাশি মুর্শিদাবাদের নন্দনপুর, ফর্জিপাড়া এবং মালদহ জেলার হরিনাথপুর ও চুরিয়ন্তপুর সীমান্ত দিয়েও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকার চেষ্টা ব্যর্থ করেছে বিএসএফ৷ উদ্ধার করা হয় অবৈধ মাদক, ৫টি গরু এবং অন্যান্য বেআইনি সামগ্রী৷
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
BSF shoots Bangladeshi smugglers: দা, লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ল বাংলাদেশি দুষ্কৃতীরা, পাল্টা গুলি বিএসএফ-এর! গভীর রাতে মালদহ সীমান্তে তুলকালাম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement