BSF shoots Bangladeshi smugglers: দা, লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ল বাংলাদেশি দুষ্কৃতীরা, পাল্টা গুলি বিএসএফ-এর! গভীর রাতে মালদহ সীমান্তে তুলকালাম

Last Updated:

বিএসএফ সূত্রে খবর, শুক্রবার রাতে মালদহের নওদার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে বাংলাদেশী চোরাচালানকারীরা৷ সেই সময় ওই সীমান্তে নজরদারির দায়িত্বে ছিলেন বিএসএফ-এর ১১৯ নম্বর ব্যাটেলিয়নের কয়েকজন জওয়ান৷

বাংলাদেশ সীমান্তে আক্রান্ত বিএসএফ৷ প্রতীকী ছবি
বাংলাদেশ সীমান্তে আক্রান্ত বিএসএফ৷ প্রতীকী ছবি
মালদহ: গত কয়েকদিন ধরেই কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে উত্তপ্ত হয়েছিল মালদহের বৈষ্ণবনগরের সুখদেবপুর সীমান্ত৷ এরই মধ্যে মালদহের নওদায় ভারত বাংলাদেশ সীমান্তে চোরাচালানকারীদের আটকাতে গুলি চালালো বিএসএফ৷ অভিযোগ, প্রথমে বিএসএফ জওয়ানরা বাধা দেওয়ায় তাঁদের উপরে প্রাণঘাতী হামলা চালায় চোরাচালানকারীরা৷ তখন আত্মরক্ষায় পাল্টা গুলি চালান বিএসএফ জওয়ানরাও৷ এর পরই বাংলাদেশের দিকে পালিয়ে যায় অভিযুক্তরা৷
বিএসএফ সূত্রে খবর, শুক্রবার রাতে মালদহের নওদার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে বাংলাদেশী চোরাচালানকারীরা৷ সেই সময় ওই সীমান্তে নজরদারির দায়িত্বে ছিলেন বিএসএফ-এর ১১৯ নম্বর ব্যাটেলিয়নের কয়েকজন জওয়ান৷ তাঁরা দেখেন, প্রায় ১৫ থেকে ২০ জন সশস্ত্র বাংলাদেশি চোরাচালানকারী দ্রুত সীমান্তের বেড়ার দিকে এগিয়ে আসছে৷ সঙ্গে সঙ্গে ওই সতীর্থ জওয়ানদের সতর্ক করে দুষ্কৃতীদের দিকে সতর্ক করে এগিয়ে যান ওই বিএসএফ জওয়ানরা৷
advertisement
advertisement
যদিও বিএসএফ জওয়ানদের সাবধান বার্তাকে উপেক্ষা করেই এগোতে থাকে দুষ্কৃতীর দল৷ জওয়ানদের বিভ্রান্ত করতে তাঁদের চোখে হাই বিম টর্চের আলো মারতে থাকে বাংলাদেশি চোরাচালানকারীরা৷ দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে প্রথমে শূন্যে গুলি চালান বিএসএফ জওয়ানরা৷ এরই মধ্যে জওয়ানদের উপরে ধারালো অস্ত্র এবং লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীদের দল৷ শেষ পর্যন্ত আত্মরক্ষার জন্য পাচারকারীদের দিকে পর পর দু রাউন্ড গুলি চালান বিএসএফ জওয়ানরা৷
advertisement
ততক্ষণে আশপাশের এলাকা থেকে আরও বিএসএফ জওয়ান ঘটনাস্থলে চলে আসেন৷ এর পরই ভয় পেয়ে আম বাগানের ভিতর দিয়ে ভারত এবং বাংলাদেশের দিকে পালিয়ে যায় দুষ্কৃতীদের দল৷ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৫৭২ বোতল ফেনসিডিল সিরাপ, একটি দা এবং একটি টর্চ উদ্ধার করা হয়৷ বাংলাদেশি সংবাদমাধ্যম প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, শুক্রবার রাতেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত থেকে চোরাপথে ফেনসিডিল নিয়ে ফেরার সময় বিএসএফ-এর গুলিতে গুরুতর আহত হয়েছেন বাংলাদেশি এক যুবক৷ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
advertisement
এর পাশাপাশি মুর্শিদাবাদের নন্দনপুর, ফর্জিপাড়া এবং মালদহ জেলার হরিনাথপুর ও চুরিয়ন্তপুর সীমান্ত দিয়েও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকার চেষ্টা ব্যর্থ করেছে বিএসএফ৷ উদ্ধার করা হয় অবৈধ মাদক, ৫টি গরু এবং অন্যান্য বেআইনি সামগ্রী৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
BSF shoots Bangladeshi smugglers: দা, লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ল বাংলাদেশি দুষ্কৃতীরা, পাল্টা গুলি বিএসএফ-এর! গভীর রাতে মালদহ সীমান্তে তুলকালাম
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement