সাইকেলেই পাচার হচ্ছিল...! হাতেনাতে ধরল পুলিশ, নকশালবাড়িতে যা হল, জানলে আঁতকে উঠবেন
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Brown Sugar Smuggling: পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক কারবার চালাতেন ধৃত
নকশালবাড়ি, শিলিগুড়ি, বিশ্বজিৎ মিশ্রঃ পুলিশের চোখে ধুলো দিতে সাইকেল করে মাদক পাচার! যদিও সেই প্ল্যান সফল হল না। গোপন সূত্রে খবর পেয়ে মাদক কারবারে যুক্ত বড় পান্ডাকে হাতেনাতে পাকড়াও করা হল। উদ্ধার হয়েছে ১০৩ গ্রাম ব্রাউন সুগার!
পুলিশের নজর ঘোরাতে সাইকেলে মাদক পাচারের চেষ্টা। নকশালবাড়ির কিরণচন্দ্র চা বাগানের এশিয়ান হাইওয়ে সড়কে সাইকেল আটক করে লক্ষাধিক টাকার মাদক উদ্ধার হয়। ঘটনায় গ্রেফতার দোলচন সিংহ। ধৃত নকশালবাড়ির হাতিঘিসার বাসিন্দা। সাইকেলে করে বাগডোগরায় মাদক ডেলিভারি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যান তিনি। উদ্ধার হয়েছে মাদক, সাইকেলও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আরও পড়ুনঃ তিলপাড়ায় ভয়ঙ্কর কাণ্ড! মাছ ধরাকে ঘিরে হাতাহাতি যুবকদের, তারপর যা ঘটল, জানলে অবাক হবেন
ধৃতকে রাতে গ্রেফতারের পর আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডের আবেদন করবে পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক কারবার চালাতেন ধৃত। এবার সাইকেলে বাগডোগরায় মাদক ডেলিভারি করতে গিয়েই হাতেনাতে ধরা পড়লেন তিনি।
advertisement
advertisement
উদ্ধার হয়েছে ১০৩ গ্রাম ব্রাউন সুগার! এর বাজারমূল্য ২ লক্ষ টাকা। ঘটনায় সাইকেল বাজেয়াপ্ত করেছে নকশালবাড়ি থানার পুলিশ। এর আগে ধৃতের নাতি মাদক সহ গ্রেফতার হতেই ধৃতের নাম উঠে আসে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 01, 2025 9:04 AM IST