সাইকেলেই পাচার হচ্ছিল...! হাতেনাতে ধরল পুলিশ, নকশালবাড়িতে যা হল, জানলে আঁতকে উঠবেন

Last Updated:

Brown Sugar Smuggling: পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক কারবার চালাতেন ধৃত

ব্রাউন সুগার উদ্ধার
ব্রাউন সুগার উদ্ধার
নকশালবাড়ি, শিলিগুড়ি, বিশ্বজিৎ মিশ্রঃ পুলিশের চোখে ধুলো দিতে সাইকেল করে মাদক পাচার! যদিও সেই প্ল্যান সফল হল না। গোপন সূত্রে খবর পেয়ে মাদক কারবারে যুক্ত বড় পান্ডাকে হাতেনাতে পাকড়াও করা হল। উদ্ধার হয়েছে ১০৩ গ্রাম ব্রাউন সুগার!
পুলিশের নজর ঘোরাতে সাইকেলে মাদক পাচারের চেষ্টা। নকশালবাড়ির কিরণচন্দ্র চা বাগানের এশিয়ান হাইওয়ে সড়কে সাইকেল আটক করে লক্ষাধিক টাকার মাদক উদ্ধার হয়। ঘটনায় গ্রেফতার দোলচন সিংহ। ধৃত নকশালবাড়ির হাতিঘিসার বাসিন্দা। সাইকেলে করে বাগডোগরায় মাদক ডেলিভারি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যান তিনি। উদ্ধার হয়েছে মাদক, সাইকেলও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আরও পড়ুনঃ তিলপাড়ায় ভয়ঙ্কর কাণ্ড! মাছ ধরাকে ঘিরে হাতাহাতি যুবকদের, তারপর যা ঘটল, জানলে অবাক হবেন
ধৃতকে রাতে গ্রেফতারের পর আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডের আবেদন করবে পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক কারবার চালাতেন ধৃত। এবার সাইকেলে বাগডোগরায় মাদক ডেলিভারি করতে গিয়েই হাতেনাতে ধরা পড়লেন তিনি।
advertisement
advertisement
উদ্ধার হয়েছে ১০৩ গ্রাম ব্রাউন সুগার! এর বাজারমূল্য ২ লক্ষ টাকা। ঘটনায় সাইকেল বাজেয়াপ্ত করেছে নকশালবাড়ি থানার পুলিশ। এর আগে ধৃতের নাতি মাদক সহ গ্রেফতার হতেই ধৃতের নাম উঠে আসে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
সাইকেলেই পাচার হচ্ছিল...! হাতেনাতে ধরল পুলিশ, নকশালবাড়িতে যা হল, জানলে আঁতকে উঠবেন
Next Article
advertisement
Purba Bardhaman News: আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
  • ভারতীয় ধূসর নেকড়ে বিলুপ্তির পথে এগোলেও গত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় তার দেখা মিলেছে। দিল্লিতে দেখা পাওয়ার পর এবার পূর্ব ও পশ্চিম বর্ধমান জুড়ে নেকড়ের স্থায়ী বাসস্থান তৈরি হচ্ছে বলে নিশ্চিত হয়েছে বন দফতর। দুর্গাপুরের পরে আউশগ্রাম জঙ্গলেও লাগানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা, যাতে নেকড়ের গতিবিধি, সংখ্যা ও আচরণ নিরীক্ষণ করা যায়।

VIEW MORE
advertisement
advertisement