কালীপুজোয় বোয়াল মাছের ভোগ দেওয়া হয় সেবকেশ্বরী কালী মন্দিরে

Last Updated:

কালীপুজোর দিন ভক্তদের ঢল নামে সেবকেশ্বরী কালি মন্দিরে।শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে ৩১ নম্বর সড়কের বাঁ-দিকে মন্দির

+
কালীপুজোয়

কালীপুজোয় বিশেষভাবে বোয়াল মাছের ভোগ দেওয়া হয় সেবকেশ্বরী কালী মন্দিরে

#অনির্বাণ রায়, শিলিগুড়ি: পাহাড়ের কোলে মন্দির। সেবক পাহাড়ের এই কালিমন্দিরে দেবীর পরিচয় সেবকেশ্বরী কালী। ভক্তিভরে ডাকলে দেবী নাকি কাউকেই ফেরান না। তাই পাহাড় ভেঙে মন্দিরে ভিড় জমান ভক্তরা। পাহাড়ের গায়ে এমন কালি মন্দিরে এরাজ্যে বিরল। মন্দিরে রয়েছে পঞ্চমুণ্ডির আসন। সেই আসন স্বপ্নে-পাওয়া। কথিত আছে, নীরেন্দ্রনাথ সান্যাল নামে এক ব্যক্তি বহুদিন আগে স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখেই তিনি বর্তমান বেদির সামনে এসে দেখেন একটি বেদি করা আছে। তার সামনে একটি ত্রিশূল এবং জবাফুল ও  একটি বেলপাতা পড়ে রয়েছে। সেখানেই কালীঠাকুরকে প্রতিষ্ঠা করেন। সালটি ছিল ১৯৫২। মাটির মূর্তি বসানোর আগে প্রথম দেবীর পুজো করেন। তবে তার আগে কবে থেকে পুজো শুরু হয়েছে, তা কেউ জানে না।
তিনশো ফুট উচ্চতায় কালী মন্দির। সেবক পাহাড়ের ১০৭টা চড়াই-উতরাই পেরিয়ে মন্দিরে পৌঁছতে হয়। কালীপুজোর দিন ভক্তদের ঢল নামে সেবকেশ্বরী কালি মন্দিরে।শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে ৩১ নম্বর সড়কের বাঁ-দিকে মন্দির। ১০৭ খানা চড়াই উতরাই পেরিয়ে তবে মন্দিরে পৌঁছনো। মাত্র ১৫ বছর আগে পাকা মন্দির তৈরির কাজ শুরু হয়।
এখানে এখনও পাঁঠা বলি হয়। মানতের পাঁঠার সংখ্যাও বেড়েই চলে প্রতি বছর। মন্দিরের উপর পাহাড়ের কোলে সারি সারি খিচুড়ির কড়াই ফুটতে থাকে সন্ধ্যা থেকেই। বিশেষভাবে বোয়াল মাছ কালীঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করা হয়। তার সঙ্গে দই-মিষ্টি তো রয়েছেই। অন্তত দেড়শো কড়াই খিচুড়ি নামে কালীপুজোর রাতে। ভোগে থাকে সাদা ভাত, খিচুড়ি, পাঁচ রকম ভাজা, ঘ্যাঁটের তরকারি, আলু ফুলকপির সবজি, ফ্রায়েড রাইস, ছোলার ডাল, পায়েস, সুজি। তা ছাড়া দেবীকে উৎসর্গ করা হয় মাছ ভাজা, চিঁড়ে ভাজা । মন্দিরের মানত করে ফল পাওয়া ভক্তরাই মন্দির সংস্কার করে দিয়ে থাকেন।দু বছর করোনার জেরে মন্দিরে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ ছিল। তবে এ'বছর বিপুল সংখ্যক দর্শনার্থীদের ঢল নামবে বলে আশাবাদী মন্দিরের পুরোহিত নন্দগোপালবাবু।
advertisement
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কালীপুজোয় বোয়াল মাছের ভোগ দেওয়া হয় সেবকেশ্বরী কালী মন্দিরে
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement