হোম /খবর /উত্তরবঙ্গ /
মাত্র ১০ টাকার জন্য বন্ধুকে খুন! হাড় হিম করা ঘটনা শিলিগুড়িতে

মাত্র ১০ টাকার জন্য বন্ধুকে খুন! হাড় হিম করা ঘটনা শিলিগুড়িতে

মাত্র ১০ টাকার জন্য নিজের বন্ধুকে খুন করল এক যুবক। 

  • Share this:

#শিলিগুড়ি: শিলিগুড়িতে হাড় হিম করা ঘটনা।  মাত্র ১০ টাকার জন্য নিজের বন্ধুকে খুন করল এক যুবক।  ১০  টাকা নিয়ে বচসার জেরেই তার বন্ধুকে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।

বুধবার বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে এক ২০ বছর বয়সী যুবকের দেহ উদ্ধার করা হয়। জানা যায় মৃত যুবকটির নাম রামপ্রসাদ সাহা।  প্রাথমিক তদন্ত থেকে জানা  গিয়েছে, রামপ্রসাদ মাদকাসক্ত ছিল এবং নিয়মিত মদ্যপান করতে জঙ্গলে যেত।পুলিশ সূত্র থেকে জানা যায়, সোমবার রামপ্রসাদ ও তার দুই বন্ধু সুব্রত দাস (২২) এবং অজয় ​​রায় (২৪) কে নিয়ে জঙ্গলে যান, যারা নিজেরাও মাদকাসক্ত ছিল।

আরও পড়ুন: শীতে নয়া ঠিকানা ভুটিয়া মার্কেট! অনলাইন নয়, শীতের কাপড় কিনতে ভিড় জমছে এখানেই

কর্মকর্তারা জানিয়েছেন মদ্যপ অবস্থাতেই মাদক কেনার জন্য সুব্রতর কাছে দশ টাকা চায় রামপ্রসাদ। পুলিশ জানায়,  এই টাকাকেই কেন্দ্র করে সাহা ও সুব্রতের মধ্যে তুমুল বিবাদ বাধে।  জানা যায় এই বিবাদের জেরেই   রামপ্রসাদকে সাহাকে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করে সুব্রত।

আরও পড়ুন: Siliguri News: পাচারের আগেই মোটরবাইক থেকে ওটা কি পড়ে গেল! দেখেই স্থানীয়দের চক্ষু চড়কগাছ

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে শিলিগুড়ি মেট্রো পুলিশের আশিঘর ফাঁড়ির আধিকারিকরা সুব্রত ও অজয়কে গ্রেফতার করেছে। মামলায় অজয়ের ভূমিকা নিয়ে  তদন্ত করছে পুলিশ । রামপ্রসাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Published by:Anulekha Kar
First published:

Tags: North Bengal, Shiliguri