Boroli Mach Breeding: দারুণ স্বাদের এই মাছ, কিন্তু বর্ষাকালে এই মাছ দেদার ধরা যাবে না, কী জারি হল নির্দেশিকা

Last Updated:

Boroli Mach Breeding: নিষেধাজ্ঞা না মানলে জেল, জরিমানা দুটোই হতে পারে বলে মৎস্য দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।

বর্ষাকালে বরোলি মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি জেলা মৎস্য দফতরের
বর্ষাকালে বরোলি মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি জেলা মৎস্য দফতরের
জলপাইগুড়ি : প্রজনন ঋতুতে জঙ্গলের পর এবার নিষেধাজ্ঞা জারি নদীতে।বোরলি মাছের আতুর ঘর তিস্তা নদীর পাশাপাশি জলঢাকা, করলা নদীতেও ছোট জাল, চাইনিজ জাল ব্যবহারে নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা জারি করলো জলপাইগুড়ি জেলা মৎস্য দফতর।
অক্টোবর মাস পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এই নিয়ে নদী সংলগ্ন এলাকায় প্রচার কর্মসূচি শুরু করে দিয়েছে মৎস্য দফতর।বিলি করা হচ্ছে লিফলেট। নিষেধাজ্ঞা না মানলে জেল, জরিমানা দুটোই হতে পারে বলে মৎস্য দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
বোরোলি সহ নদীয়ালী মাছ সংরক্ষনে জোর দিতেই এই পদক্ষেপ। গ্রাম পঞ্চায়েতের তরফেও এই সতর্ক বার্তা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। বেআইনি পদ্ধতিতে কেউ যাতে নদী থেকে মাছ না ধরেন এই নিয়ে সতর্ক করা হচ্ছে তিস্তা পাড়ের বাসিন্দাদের।
বার্তা পেয়ে সতর্ক হয়েছেন অনেকেই।সহমত ও পোষণ করছেন। ছোট জাল ব্যবস্থা করে মাছ ধরলে আখেরে যে নিজেদেরই ক্ষতি, বলছেন অনেকেই।
advertisement
Shantanu Kar
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Boroli Mach Breeding: দারুণ স্বাদের এই মাছ, কিন্তু বর্ষাকালে এই মাছ দেদার ধরা যাবে না, কী জারি হল নির্দেশিকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement