Uttar Dinajpur News: খবর ছড়াতেই এল সমাধান, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে অবশেষে ঘর পেলেন দৃষ্টিহীন সুনীতা

Last Updated:

করণদিঘির সাবধান গ্রামের বাসিন্দা সুনীতা রায় জন্ম থেকেই দৃষ্টিহীন। তবে জীবনে চলার পথে কখনোই হাল ছাড়েননি। সম্প্রতি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এই মেধাবী ছাত্রী। তাঁর বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। দৈনিক এতটা পথ অতিক্রম করে যাতায়াত করা দৃষ্টিহীন সুনীতার পক্ষে এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়ায়।

+
title=

উত্তর দিনাজপুর: একের পর এক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হতেই মিলল ফল। অবশেষে হস্টেলে ঘর পেলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিহীন মেধাবী ছাত্রী সুনীতা রায়। আমরা আগেই জানিয়েছিলাম, হোস্টেলে ঘর পাওয়ার যোগ্য হলেও বাধার মুখে পড়তে হচ্ছে সুনীতাকে। তারপরই নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার জানান, হস্টেলে সুনীতার জন্য ১ নম্বর ঘরটি বরাদ্দ করা হয়েছে। এটি বাথরুমের পাশেই অবস্থিত। যেকোনও দরকারে বাথরুমে যাওয়ার ক্ষেত্রে তাঁর যাতে সমস্যা না হয় সেই কথা ভেবেই এই সিদ্ধান্ত। এছাড়াও সুনীতাকে হস্টেলে থাকার ফি দিতে হবে না বলেও জানিয়েছেন রেজিস্ট্রার।
উল্লেখ্য, উত্তর দিনাজপুরের করণদিঘির সাবধান গ্রামের বাসিন্দা সুনীতা রায় জন্ম থেকেই দৃষ্টিহীন। তবে জীবনে চলার পথে কখনোই হাল ছাড়েননি। সম্প্রতি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এই মেধাবী ছাত্রী। তাঁর বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। দৈনিক এতটা পথ অতিক্রম করে যাতায়াত করা দৃষ্টিহীন সুনীতার পক্ষে এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়ায়। অভিযোগ, হস্টেলে থাকতে চেয়ে আবেদন করলেও তাঁকে ঘর দেওয়া হয়নি। এমনকি নানাভাবে ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ তোলেন সুনীতা। এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঞ্চারি রায় মুখার্জির দ্বারস্থ হন তিনি। এরপরই সমস্যা মেটাতে পদক্ষেপ করেন উপাচার্য।
advertisement
advertisement
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, উপাচার্যের হস্তক্ষেপে সুনীতা রায়ের হোস্টেল সমস্যা মিটে গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানিয়েছেন, সুনীতার সঙ্গে তাঁর পরিবারের কেউ থাকতে চাইলেও বিনামূল্যে সেই ব্যবস্থা করে দেওয়া হবে।
মৃন্ময় বসাক
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Uttar Dinajpur News: খবর ছড়াতেই এল সমাধান, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে অবশেষে ঘর পেলেন দৃষ্টিহীন সুনীতা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement