ফুলবাড়িতে ভোটে জয় বিজেপির

Representational Image

Representational Image

ফুলবাড়িতে ভোটে জয় বিজেপির

  • Last Updated :
  • Share this:

     #জলপাইগুড়ি: জলপাইগুড়ির ফুলবাড়িতে ফের ভোটে জিতে গেল বিজেপি। গেরুয়া শিবিরের প্রার্থী ডলি সূত্রধর তৃণমূলের সুপ্রিয়া বিশ্বাসকে ২১৬ ভোটে হারান।

    গত ১৪ মে এই ফুলবাড়ি এক নম্বর পঞ্চায়েতের দুটি বুথে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ ওঠে। তার জেরে রবিবার ওই দুটি বুথে ফের ভোট নেওয়া হয়।

    আরও পড়ুন 

    পঞ্চায়েত ভোট বাতিলের দাবিতে হাইকোর্টে দায়ের মামলা

    জয়ী বিজেপি প্রার্থীর দাবি ১৪ মে ঠিকমতো ভোট হলে মার্জিন আরও বাড়ত। এদিন রাজগঞ্জ বিডিও অফিসে ভোট গণনায় নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। এই আসন জিতে ফুলবাড়ি এক নম্বর পঞ্চায়েতের বিজেপির সদস্যসংখ্যা বেড়ে হল ১০। তৃণমূলের সদস্য সংখ্যা ১২।

    First published:

    Tags: BJP win at Fulbari, North Bengal Panchayat Election 2018, Panchayat Election, Panchayat Election 2018