BJP MP Khagen Murmu: নাগরাকাটায় বিজেপি সাংসদের গাড়ি ঘিরে বিক্ষোভ, ধস্তাধস্তিতে মাথা ফাটল সাংসদ খগেন মুর্মুর

Last Updated:

BJP MP Khagen Murmu: নাগরাকাটায় এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ খগেন মুর্মু। বিক্ষোভ এবং এলাকাবাসীদের আক্রমণের মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের গাড়ি।

আক্রান্ত বিজেপি সাংসদ।
আক্রান্ত বিজেপি সাংসদ।
রকি চৌধুরী: জলপাইগুড়ির নাগরাকাটায় এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ খগেন মুর্মু। বিক্ষোভ এবং এলাকাবাসীদের আক্রমণের মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের গাড়ি।
জলপাইগুড়ির নাগরাকাটা বামনডাঙ্গায় বন্যা দুর্গত এলাকায় পরিদর্শনে গিয়ে আক্রান্ত শঙ্কর ঘোষ-সহ বিজেপি বিধায়করা। স্থানীয়দের আক্রমণের জেরে মাথা ফাটল বিজেপি বিধায়ক খগেন মুর্মুর। শংকর ঘোষের গাড়িও ভাংচুর করা হয়। এই ঘটনায় আক্রান্ত হন সাংবাদিকরাও।  মাথা ফেটে রক্তাক্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু। এছাড়াও জুতো দেখানো হয় বিজেপি নেতাদের ঘিরে। শুধু তাই নয়, শঙ্কর ঘোষের গাড়িও ভাঙচুর করা হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement
মালদহ উত্তরের বিজেপি বিধায়ক খগেন মুর্মু, তিনি কিছু বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন এলাকা পরিদর্শনে। সেখানেই বিক্ষোভের মুখে পড়েন বিজেপি নেতারা। বিক্ষোভকারীরা জুতো, লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করেন বলে দাবি করা হয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি, ভূমিধসের জেরে প্রাণ গিয়েছে বহু মানুষের, এখনও একাধিক জেলা প্লাবিত। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে রওনা দিয়েছেন উত্তরবঙ্গে। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
BJP MP Khagen Murmu: নাগরাকাটায় বিজেপি সাংসদের গাড়ি ঘিরে বিক্ষোভ, ধস্তাধস্তিতে মাথা ফাটল সাংসদ খগেন মুর্মুর
Next Article
advertisement
West Bengal Weather Forecast: ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
  • ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে

  • দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement