Malda News: রাজনৈতিক মঞ্চ ছেড়ে রেস্টুরেন্টে, যুবদের ভোট টানতে বিজেপি প্রার্থীর নয়া ভাবনা
- Reported by:HARASHIT SINGHA
- news18 bangla
- Published by:Uddalak B
Last Updated:
রাজনৈতিক মঞ্চে ভোট প্রচার নয়, যুব সমাজের ভোট পেতে রেস্টুরেন্টে রেস্টুরেন্টে যাচ্ছেন বিজেপি প্রার্থী, দেশের উন্নয়নমূলক কাজের খতিয়ান দেখানো হচ্ছে
মালদহ: যুব সমাজের মধ্যে ভোট নিয়ে সচেতনতা প্রয়োজন। এবার যুবকদের ভোট পেতে এক অভিনব উদ্যোগ প্রার্থীর। দলীয় কোনও ব্যানার হোডিং বা ঝান্ডা ছাড়াই ভোট প্রচার। নেই কোনও রাজনীতির কচকচানি। কোনও রকম রাজনৈতিক আলোচনা নয়, না কোনও রাজনৈতিক ভাষণ! চার দেয়ালের মধ্যে ঠিক ‘চায় পে চর্চার’ আদলে খাবার টেবিলে বসে অভিনব কায়দায় ভোট প্রচার দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর।
দর্শক আসনে কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। যুব সমাজ কোনও রাজনৈতিক সভা মঞ্চে গিয়ে ভোট প্রচার শুনতে নারাজ। কিন্তু তাদের মধ্যে ভোটের সচেতনতা দরকার। যুবক যুবতীদের মধ্যে অনেকেই প্রথম ভোটার। তাদের মধ্যে ভোটের শিক্ষাদান প্রয়োজন। বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, অনেকেই নতুন ভোটার। আবার অনেকেই হয়তো দ্বিতীয়বার ভোট দেবেন। এই যুব সমাজের মধ্যে ভোট নিয়ে সচেতনতা দরকার। ক্ষমতায় এলে মোদি সরকার কী কী উন্নয়নমূলক কাজ করবে। সেগুলি জানা দরকার সকলের। তাই এই ধরনের ইনডোর অনুষ্ঠান করা হচ্ছে।
advertisement
advertisement
কী পদ্ধতি অবলম্বন করলে যুব সমাজের মধ্যে ভোট নিয়ে সচেতনতা বৃদ্ধি করা যায়। সেই চিন্তা ভাবনা থেকেই দক্ষিণ মালদহের বিজেপি প্রার্থী শ্রীরুপা মিত্র চৌধুরীর এমন ভাবনা। দক্ষিণ মালদহ কেন্দ্রের মালদহ শহরের একাধিক রেস্টুরেন্টে এই ধরনের ছোট ছোট ইনডোর সভা আয়োজন করেছেন তিনি। রেস্টুরেন্টে খেতে আসা যুবক-যুবতীদের মধ্যে মোদি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ধারা সম্পর্কে বোঝানো হচ্ছে সচেতনতা করা হচ্ছে।
advertisement
দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ভিডিও দেখানো হচ্ছে যুব সমাজকে। এই ভাবেই অভিনব কায়দায় যুব সমাজের ভোট নিজের দখলে রাখতে মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দক্ষিণ মালদহ কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা রুপা মিত্র চৌধুরী। শুক্রবার থেকে এই ধরনের অভিনব প্রচার শুরু করেছেন তিনি। বিভিন্ন প্রান্তে ভোট প্রচারের পাশাপাশি সময় বার করে বিভিন্ন খাবারের রেস্টুরেন্ট গুলিতে এই ভাবে অভিনব কায়দায় ভোট প্রচারে সামিল হচ্ছে তিনি।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 23, 2024 5:51 PM IST








