নিশীথ ইস্যুতে তৃণমূলের উদয়ন গুহর বিরুদ্ধে সরব গেরুয়া শিবির, আদালতে যাওয়ার হুঁশিয়ারি 

Last Updated:

নিশীথ প্রামাণিকের দাড়ি, গোঁফ উপড়ে নেওয়ার 'হুমকি'-র জের। 

নিশীথ ইস্যুতে তৃণমূলের উদয়ন গুহর বিরুদ্ধে সরব গেরুয়া শিবির
নিশীথ ইস্যুতে তৃণমূলের উদয়ন গুহর বিরুদ্ধে সরব গেরুয়া শিবির
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, শিলিগুড়ি- নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শিলিগুড়ি থানায় দায়ের করা হল অভিযোগ।
২০২১-এ দিনহাটা বিধানসভার উপনির্বাচনে জেতার পরে কোচবিহার থেকে নিশীথ প্রামাণিকের নাম মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছিলেন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দাড়ি, গোঁফ উপড়ে নেওয়ার হুমকি দেন উদয়ন গুহ। দিনহাটার কুটি গ্রামপঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেস আয়োজিত এক সভায় বক্তব্য রাখার সময়  উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে বলতে শোনা যায়, ‘‘২০১৯ সালের লোকসভা নির্বাচনে আমরা হেরে গিয়েছি। নিশীথ প্রামাণিক লোকসভা নির্বাচনে জয়লাভের পর আর এলাকায় ঢোকেনি। তাই আগামী লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিকের দাড়ি-গোঁফ উপড়ে নেওয়ার বন্দোবস্ত করতে হবে।’’
advertisement
advertisement
রাজ্যের মন্ত্রীর এই বক্তব্যে বিতর্কের ঝড় ওঠে। শেষমেষ শিলিগুড়ি থানায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বৃহস্পতিবার উদয়ন গুহর বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্যের পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগ দায়ের করলেন। বিজেপি বিধায়ক শংকর ঘোষ বললেন, ‘‘উদয়ন গুহর এই ধরনের উস্কানিমূলক বক্তব্যে আমাদের কেন্দ্রীয় মন্ত্রীর মানহানি হয়েছে বলে আমরা মনে করছি। পুলিশের কাছে এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। পুলিশ যদি উদয়ন গুহর বিরুদ্ধে কোনও আইনানুগ ব্যবস্থা না নেয় সে ক্ষেত্রে আমরা আদালতের দ্বারস্থ হব।’’
advertisement
এদিকে মন্ত্রী উদয়ন গুহ যেভাবে প্রকাশ্য মঞ্চে ভারত সরকারের মন্ত্রী নিশীথ প্রামাণিকের দাড়ি-গোঁফ উপড়ে নেওয়ার হুমকি ও প্ররোচনা দিয়েছেন, তা রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নিদান বা আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সাংসদ সুভাষ সরকার। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের তরফে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরপরই ট্যুইট করে এবার উদয়ন গুহর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
নিশীথ ইস্যুতে তৃণমূলের উদয়ন গুহর বিরুদ্ধে সরব গেরুয়া শিবির, আদালতে যাওয়ার হুঁশিয়ারি 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement