বালিশের পাশে রাখা ছিল 'প্যান্ট', আর সেই প্যান্টেই...! ঘরে ঢুকে এ কী করল চোর? হতবাক সকলে!
- Reported by:SARTHAK PANDIT
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Cooch Behar News: মাথার বালিশের পাশে রাখা ছিল প্যান্ট। আর সেই প্যান্টের পকেটে রাখাছিল ১ লক্ষ ৯০ হাজার টাকা। সেই টাকা সমেত প্যান্ট নিয়ে চম্পট দেয় চোর।
মাথাভাঙা: গ্রাম থেকে শুরু করে শহর, মাথাভাঙার সর্বত্র হঠাৎই বেড়ে গিয়েছে চুরি। একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেই চলেছে মাথাভাঙায়। আতঙ্কে ভুগছে মাথাভাঙার বিভিন্ন এলাকার মানুষ। এর মাঝেই আবারও দুঃসাহসিক এক চুরির ঘটনা। ঘটনাটি ঘটে পচাগর গ্রাম পঞ্চায়েতের হাজির দোকান সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দা গোলজার হোসেনের বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। কিছুদিন আগেও ওই এলাকায় রাতের অন্ধকারে চুরি হয়। কিছুদিনের ব্যবধানে আবারও চুরির ঘটনায় গোটা এলাকার মানুষ আতঙ্কে।
গোলজার হোসেন জানান, তিনি যখন ঘুমোচ্ছিলেন সেই সুযোগ কাজে লাগিয়েই বাড়িতে ঢোকে চোর। তাঁর মাথার বালিশের পাশে রাখা ছিল তাঁর প্যান্ট। আর সেই প্যান্টের পকেটে রাখা ছিল ১ লক্ষ ৯০ হাজার টাকা। সেই টাকা সমেত আস্ত প্যান্ট নিয়েই চম্পট দেয় চোর। তারপর তাঁর ভাইয়ের চিৎকারে ঘুম ভেঙে যায় তাঁর। তিনি উঠে দেখতে পান তাঁর ঘরের দরজার ছিটকিনি ভাঙা ছিল। এছাড়া দেখেন বালিশের পাশে রাখা তাঁর প্যান্ট উধাও। পাশাপাশি আলমারি ও শো কেস সম্পূর্ণ খোলা অবস্থায়। এরপর তিনি মাথাভাঙা থানায় গিয়ে গোটা বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জানান।”
advertisement
advertisement
মাথাভাঙা থানা সূত্রে জানা গিয়েছে, গোটা মাথাভাঙা জুড়ে একের পর এক চুরির ঘটনার তদন্ত চলছে। পুলিশের আশ্বাস দ্রুত এই সকল ঘটনার কিনারা করে ফেলা হবে। তবে এর মাঝেই নতুন নতুন একাধিক ঘটনা ঘটে যাওয়ার ফলে চাপ বাড়ছে পুলিশের। তবে এই সমস্ত চুরির ঘটনার পিছনে একটি বড় দল কাজ করছে এমনটাই মনে করা হচ্ছে।” তবে একের পর এক এ ভাবে চুরির ঘটনায় নাজেহাল মাথাভাঙার বাসিন্দারা। এবং এদিনের টাকা চুরির পাশাপশি প্যান্ট চুরি করায় চোরের কীর্তিতে রীতিমত অবাক সকলে।
advertisement
সার্থক পণ্ডিত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 22, 2023 4:59 PM IST










