Alipurduar News: বীরপাড়ার রাস্তা বন্ধ,পুলিশের পক্ষ থেকে বের করা হল বিকল্প রাস্তা! জেনে নিন পথের রুট

Last Updated:

ভেঙে গিয়েছে রাস্তা, পুলিশের পক্ষ থেকে আলিপুরদুয়ার-শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার-কোচবিহারের গাড়ি চলাচল রুট বদল করা হয়েছে। জেনে নিন বিকল্প রাস্তা, নাহলে সমস্যা হতে পারে আপনার।

+
রাস্তা

রাস্তা বন্ধ

অনন্যা দে, আলিপুরদুয়ার: ভেঙে গিয়েছে রাস্তা, পুলিশের পক্ষ থেকে আলিপুরদুয়ার-শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার-কোচবিহারের গাড়ি চলাচল রুট বদল করা হয়েছে। জেনে নিন বিকল্প রাস্তা, নাহলে সমস্যা হতে পারে আপনার।
অবিরাম বৃষ্টিতে ভেঙে গিয়েছে সেতু ও রাস্তা। বীরপাড়া এলাকায় এশিয়ান হাইওয়ে যান চলাচল প্রায় বন্ধ। বীরপাড়া গ্যারগাণ্ডা সেতু এলাকায় এশিয়ান হাইওয়েতে প্রবল বৃষ্টিতে ধস নেমেছে। যার ফলে সেতু সহ প্রায় ত্রিশ ফুট সড়ক ভেঙে গিয়েছে। যদিও রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। কাজটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তার জন্য রুট বদলের উদ্যোগ নিয়েছে পুলিশ।আজ থেকে সমস্ত গাড়ি গুলি ঘুরপথে চলাচল করছে। বীরপাড়া এলাকায় ট্রাফিক ব্যবস্থা সঠিক রাখার জন্য মোতায়ন করা হয়েছে পুলিশ। রয়েছেন এসডিপিও প্রশান্ত দেবনাথ। এসডিপিও প্রশান্ত দেবনাথ জানান, “রাস্তা মেরামতের কাজ হতে সময় লাগবে। যার কারণে বীরপাড়া রোড বন্ধ করা হয়েছে। শিলিগুড়ি ও কোচবিহারগামী গাড়িগুলিকে পুলিশ, সিভিক ভলেন্টিয়াররা অন্যপথ দেখিয়ে দিচ্ছেন।”
advertisement
জানা গিয়েছে শিলিগুড়িগামী গাড়ি গুলিকে মাদারিহাট চৌপথী থেকে ঘুরিয়ে ফালাকাটার দিকে পাঠানো হচ্ছে। সেখান থেকে ধূপগুড়ি হয়ে গাড়িগুলি চলছে। অপরদিকে অসমগামী গাড়ি গুলো জটেশ্বর, ফালাকাটা হয়ে বারবিশার পথ ধরে অসমের দিকে চলে যাবে। এজন্য বীরপাড়া এলাকায় অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: বীরপাড়ার রাস্তা বন্ধ,পুলিশের পক্ষ থেকে বের করা হল বিকল্প রাস্তা! জেনে নিন পথের রুট
Next Article
advertisement
ভারতের হামলার ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! মেরামত চলছে সামরিক ঘাঁটিগুলিতে...স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি!
অপারেশন সিঁদুরের ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি
  • নতুন উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতের হামলার ছয় মাস পরও পাকিস্তানের নুর খান এয়ারবেসে মেরামত চলছে.

  • জেকবাবাদ এয়ারবেসের উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতীয় আক্রমণে ক্ষতিগ্রস্ত হ্যাঙ্গারের মেরামত এখনও চলছে.

  • ২০২৫ সালের মে মাসে ভারত অপারেশন সিঁদুর শুরু করে, পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে.

VIEW MORE
advertisement
advertisement