Durga Puja Travel: রাত কাটবে তাঁবুতে, ঘুম ভাঙবে পাখির কলরবে! পাহাড়ে শান্তির নতুন ঠিকানা বিজনবাড়ি
- Published by:Debamoy Ghosh
Last Updated:
টেন্টে রাত কাটানো, সঙ্গী জোনাকী পোকার আলো, মিলবে রকমারি নেপালি ট্র্যাডিশনাল ফুড!
#শিলিগুড়ি: পাহাড় বরাবরই পর্যটকদের অত্যন্ত প্রিয় ঠিকানা। আর তা যদি হয় শৈলশহর থেকে কিছুটা দূরে শান্তির আশ্রয়, তাহলে তো কথাই নেই। না আছে গাড়ির হর্ন। না আছে হুড়োহুড়ি, ছুটোছুটি। শুধুই শান্তি। একেবারে প্রকৃতির কোলে। চারপাশ পাহাড়ে ঘেরা। জঙ্গল আর সবুজে মোড়া ঠিকানা। যেখানে ঘুম ভাঙে নাম না জানা হাজারো পাখির কলতানে। নিঝুম এক পাহাড়ি গ্রাম বিজনবাড়ি।
এনজেপি, শিলিগুড়ি বা বাগডোগরা থেকে সড়ক পথে ঘুম স্টেশনের পাশ দিয়ে সোজা বিজনবাড়ি। অথবা দার্জিলিং থেকে জামুনি হয়ে বিজনবাড়ি। তারপর সেখান থেকে আরও পাঁচ কিলোমিটার রাস্তা পার করতে হবে হেলতে দুলতে! ভরসা ফোর বাই ফোর পিকআপ ভ্যান। এই পথেই আলাদা অ্যাডভেঞ্চারের মজা! আপাতত দু'টি টেন্ট ডাকছে পর্যটকদের। একেবারে অন্য ফ্লেভার!
advertisement
advertisement
নিঝুম পাহাড়ি গ্রামে তাঁবুতে রাত কাটানো এক অন্য রকম রোমাঞ্চকর অভিজ্ঞতা। সন্ধ্যে নামতেই অদূরের দার্জিলিং পাহাড়ের আলো যেন জোনাকি! পূর্ণিমার চাঁদও মেলে ধরে আলোর ছটা! ঘুম ভাঙতেই চোখের সামনে পাহাড়। কখনও মেঘ আর রোদের খেলায় মগ্ন। আবহাওয়া পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দর্শনে মন ভরে যাবে। পাহাড়ের কোলেই স্যুইমিং পুল। এর জন্য অবশ্য বাড়তি টাকা গুনতে হবে না পর্যটকদের। শরীর জলে ভিজিয়ে চোখ তখন পাহাড়ে।
advertisement
এমনই ঠিকানার নাম 'ধরতি - দ্য গ্ল্যাম্পিং হেভেন!' সত্যিই তাই। শান্তির আশ্রয়স্থল। রাতে বুনো শেয়ালের হুঙ্কার। দেখা মিলতে পারে ময়ূর-ময়ূরীরও। এই হোম স্টে'তে ক্ষেত জুড়ে নানান শাক-সবজির বাহার! যা পুরোপুরি ভেষজ সারের তৈরি। পর্যটকদের জন্যেই চাষ। এখান থেকে ঘণ্টা দুয়েকের ট্রেকিংয়ের পথ জামুনি নদী। আবার যেতে পারেন আলে টাওয়ারেও।
খাবারের মেনুতে ভেষজ শাক-সবজি তো থাকছেই, আবার ইচ্ছে হলে মিলবে নেপালি রকমারি ডিশও। নেপালি ফ্লেভারের চিকেন, মটনও। চুপচাপ কয়েক রাত অনায়াসেই কাটানো যেতে পারে এখানে। টেন্ট পিছু খরচ সাড়ে তিন হাজার টাকা। ৬ জন থাকতে পারবেন একটি টেন্টে। আর মাথাপিছু মিলের খরচ ৮০০ টাকা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 23, 2022 11:48 PM IST