Dooars Flash Flood: আচমকা হরপা বানে ডুয়ার্সে ভেসে গেল আস্ত ট্রাক! উদ্ধার চালক-খালাসি, দেখুন ভিডিও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শরৎকাল চলে এলেও উত্তরবঙ্গে আবহাওয়ার খামখেয়ালিপানা চলছেই৷ মাঝেমধ্যেই ডুয়ার্স সহ সংলগ্ন পাহাড়ি এলাকায় বৃষ্টি হচ্ছে৷
#ডুয়ার্স: নদীর ধারে দাঁড় করিয়ে ট্রাক ধুচ্ছিলেন চালক ও খালাসি৷ আচমকাই প্রবল গতিতে ধেয়ে এলো হরপা বান৷ প্রবল জলস্রোতে ভেসে গেল আস্ত ট্রাক৷ কোনওক্রমে প্রাণে বাঁচলেন ট্রাকের চালক ও খালাসি৷ শেষ পর্যন্ত ট্রাকের থেকে ওই দু' জনকে উদ্ধার করা সম্ভব হলেও সন্ধে পর্যন্ত ট্রাকটিকে মাল নদী থেকে তোলা সম্ভব হয়নি৷
শনিবার বিকেলে এমনই চাঞ্চল্যকর দৃশ্যের সাক্ষী থাকলেন ডুয়ার্সের মাল এলাকার বাসিন্দারা৷ প্রায় ৭০ মিটার ভেসে গিয়ে নদীর মধ্যে একটা পাথরের গায়ে আটকে যায় ট্রাকটি৷ তখনও ট্রাকের ভিতরেই ছিলেন চালক ও খালাসি৷ শেষ পর্যন্ত প্রাণ বাঁচাতে ট্রাকের মাথায় উঠে পড়েন তাঁরা৷
advertisement
advertisement
শরৎকাল চলে এলেও উত্তরবঙ্গে আবহাওয়ার খামখেয়ালিপানা চলছেই৷ মাঝেমধ্যেই ডুয়ার্স সহ সংলগ্ন পাহাড়ি এলাকায় বৃষ্টি হচ্ছে৷ ভারী বৃষ্টির জেরে পাহাড় থেকে নেমে আসা জলরাশির জন্যই হরপা বান দেখা দেয় মাল নদীতে৷ সেই সময় নদীর গা ঘেঁষে দাঁড়িয়ে ছিল ওই ট্রাকটি৷
ট্রাকের মালিক সুরেশ যাদব জানান, 'গাড়ি পরিষ্কার করার জন্যই মূল নদীর পাশের অংশে ট্রাক নামিয়ে কাজ চলছিল। হঠাৎ করেই নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বাকিরা তীরে উঠে আসলেও গাড়িতেই আটকে পড়েন ট্রাকের চালক এবং খালাসি। এর পর জলের স্রোত ক্রমশ বাড়তে থাকে। প্রথম দিকে ট্রাকের মাঝামাঝি পর্যন্ত জল থাকলেও কিছু সময় পরই সেই জল চালকের কেবিন পর্যন্ত উঠে যায়। বেশ খানিকটা ভেসে যায় ট্রাক।পরে জেসিবির সাহায্যে নিয়ে দড়ি দিয়ে উদ্ধার করা হয় ট্রাকের মধ্যে থাকা দুই কর্মীকে।'
advertisement
উদ্ধারকাজ শুরুর পর প্রথম দিকে আবহাওয়া স্বাভাবিক থাকলেও বিকেলের পরে কিছুক্ষণের মধ্যেই মাল শহর জুড়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়। আর এই কারণে উদ্ধারকার্য বাধা প্রাপ্ত হয়। জলের স্রোত এতটাই বেশি ছিল, নদীর ঠিক যে অংশে ট্রাকটি ছিল তার থেকে প্রায় ৭০ মিটার দূরে এসে একটি বড় পাথরে আটকে পড়ে ট্রাকটি। পরবর্তীতে ট্রাক উদ্ধারে আসে বিশালাকার ক্রেন ও জেসিবি। শেষ খবর পাওয়া পর্যন্ত নদীতে প্রবল জলস্রোতের কারণে সন্ধ্যা পর্যন্ত ট্রাকটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 23, 2022 11:21 PM IST