Bengali Video: গোর্খাদের সংসারী পুজোয় মেতে উঠল প্রকৃতি, বসন্তের রঙে রঙিন ডুয়ার্স

Last Updated:

পাহাড়ি অঞ্চলে এই পুজো করে থাকেন গোর্খা জনজাতির মানুষেরা। ভুটান সীমান্তের খোকলাবস্তিতে গোবরজ‍্যোতি নদীর পাড়ে এই পুজো আয়োজিত হয়

+
সাংসারী

সাংসারী পুজো

আলিপুরদুয়ার: বসন্তকালে গোর্খা জনজাতির মানুষেরা আয়োজন করেন সাংসারী পুজোর। এই পুজোর মধ‍্য দিয়ে প্রকৃতির পুজো হয়। বন‍্যপ্রাণীদের সুরক্ষার প্রার্থনা করা হয়।
পাহাড়ি অঞ্চলে এই পুজো করে থাকেন গোর্খা জনজাতির মানুষেরা। ভুটান সীমান্তের খোকলাবস্তিতে গোবরজ‍্যোতি নদীর পাড়ে এই পুজো আয়োজিত হয়। চৈত্র মাসে এই পুজো করার নিয়ম চলে আসছে বছরের পর বছর ধরে।
advertisement
এই পুজোটি লোকালয়ে করার নিয়ম নেই। পুজোটি হয় লোকালয় পেরিয়ে জঙ্গলের সামনে। জঙ্গলের সামনে না হলেও নদীর ধারে হয় এই পুজো। জোড়া মুরগি ও জোড়া হাঁস নিবেদন করে গোর্খারা এই পুজো করেন। পুজোর পর সেগুলি আবার ছেড়ে দেওয়াও হয়। এছাড়াও কলাপাতায় বিভিন্ন ফল দিয়ে তৈরি নৈবেদ্য উপকরণ হিসেবে দরকার হয়। এই পুজোর পুরোহিত জানিয়েছেন, পাহাড়ি এলাকায় এই পুজোটি তিন পুরুষ ধরে হয়ে আসছে। এলাকার প্রতিটি মানুষের সুস্থতা কামনা করা হয় পুজোর মাধ‍্যমে। এই পুজো করলে মহামারী থেকে রক্ষা পায় গ্রাম।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পাশাপাশি প্রকৃতির সুরক্ষার জন‍্য এই পুজো হয়। লাল ফুল প্রচুর পরিমাণে ব‍্যবহৃত হয় পুজোতে। পুজো শেষে গ্রামবাসীদের ভোগ খাওয়ানো হয়। এই পুজো করে থাকেন পুরুষেরা। তাই পুজোর জোগাড় করেন তাঁরাই।
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali Video: গোর্খাদের সংসারী পুজোয় মেতে উঠল প্রকৃতি, বসন্তের রঙে রঙিন ডুয়ার্স
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement