Bengali News: দোলের আগে ছড়াল আতঙ্ক

Last Updated:

এলাকায় বাইসনের আতঙ্ক ছড়িয়ে পড়লে খবর দেওয়া হয় বন দফতরকে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছন মাথাভাঙা রেঞ্জের বনকর্মীরা

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
কোচবিহার: দোলের আগে আতঙ্ক ছড়িয়ে পড়ল নিশিগঞ্জে। আচমকাই এলাকায় দাপিয়ে বেড়াতে দেখা যায় দুটি বাইসনকে। পূর্ব চকিয়ারছড়া গ্রামে ওই বাইসন দুটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে কোদালখেতি এলাকাতেও তাদের দেখা যায়।
এলাকায় বাইসনের আতঙ্ক ছড়িয়ে পড়লে খবর দেওয়া হয় বন দফতরকে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছন মাথাভাঙা রেঞ্জের বনকর্মীরা। এছাড়াও ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর ১২ টা নাগাদ দলছুট একটি বাইসন কোচবিহার-মাথাভাঙা রাজ্য সড়ক পার হয়ে জনবসতিপূর্ণ নলঙ্গিবাড়ি গ্রামের মধ্যে ঢুকে পড়ে। আর এতেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। দ্রুত খবর পাঠানো হয় বন দফতরের কাছে। খবর পেয়ে বন দফতরের কর্মীরা এসে পৌঁছন এলাকায়। তবে বাইসনগুলিকে আটক করতে রীতিমত বেগ পেতে হয় বনকর্মীদের।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বন দফতরের সহ-বনঅধিকর্তা বিজন কুমার নাথ জানান, বাইসনগুলিকে নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে আটক করা সম্ভব হয়। দুটি বাইসনের মধ্যে একটি বাইসন কিছুটা অসুস্থ থাকায় তার চিকিৎসা শুরু করা হয়েছে। একটি বাইসনকে ইতিমধ্যেই পাতলাখাওয়া জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য বাইসনটি সুস্থ হওয়ার পর তাকেও সেখানে ছেড়ে দেওয়া হবে। এদিকে দোলের আগে এমন ঘটনায় কিছুটা হলেও আশঙ্কিত এলাকার মানুষ।
advertisement
সার্থক পণ্ডিত
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: দোলের আগে ছড়াল আতঙ্ক
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement