Bengali News: দোলের আগে ছড়াল আতঙ্ক
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
এলাকায় বাইসনের আতঙ্ক ছড়িয়ে পড়লে খবর দেওয়া হয় বন দফতরকে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছন মাথাভাঙা রেঞ্জের বনকর্মীরা
কোচবিহার: দোলের আগে আতঙ্ক ছড়িয়ে পড়ল নিশিগঞ্জে। আচমকাই এলাকায় দাপিয়ে বেড়াতে দেখা যায় দুটি বাইসনকে। পূর্ব চকিয়ারছড়া গ্রামে ওই বাইসন দুটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে কোদালখেতি এলাকাতেও তাদের দেখা যায়।
এলাকায় বাইসনের আতঙ্ক ছড়িয়ে পড়লে খবর দেওয়া হয় বন দফতরকে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছন মাথাভাঙা রেঞ্জের বনকর্মীরা। এছাড়াও ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর ১২ টা নাগাদ দলছুট একটি বাইসন কোচবিহার-মাথাভাঙা রাজ্য সড়ক পার হয়ে জনবসতিপূর্ণ নলঙ্গিবাড়ি গ্রামের মধ্যে ঢুকে পড়ে। আর এতেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। দ্রুত খবর পাঠানো হয় বন দফতরের কাছে। খবর পেয়ে বন দফতরের কর্মীরা এসে পৌঁছন এলাকায়। তবে বাইসনগুলিকে আটক করতে রীতিমত বেগ পেতে হয় বনকর্মীদের।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বন দফতরের সহ-বনঅধিকর্তা বিজন কুমার নাথ জানান, বাইসনগুলিকে নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে আটক করা সম্ভব হয়। দুটি বাইসনের মধ্যে একটি বাইসন কিছুটা অসুস্থ থাকায় তার চিকিৎসা শুরু করা হয়েছে। একটি বাইসনকে ইতিমধ্যেই পাতলাখাওয়া জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য বাইসনটি সুস্থ হওয়ার পর তাকেও সেখানে ছেড়ে দেওয়া হবে। এদিকে দোলের আগে এমন ঘটনায় কিছুটা হলেও আশঙ্কিত এলাকার মানুষ।
advertisement
সার্থক পণ্ডিত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2024 11:17 AM IST