Bengali News: রান্নার জন্য জঙ্গলে কাঠ আনতে গিয়েছিলেন, ফেরার পথে পড়ে গেলেন হাতির সামনে! তারপর সব শেষ

Last Updated:

মৃত সানে ছেত্রির বয়স ৫৮ বছর। তিনি জঙ্গলে জ্বালানির কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন।জঙ্গলের বাইরেই ছিল হাতিটি

হাতি
হাতি
আলিপুরদুয়ার: বুনো হাতির ফের মৃত্যু। জঙ্গলে কাঠ আনতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হল সানে ছেত্রি নামে এক ব্যক্তির। কালচিনির ঘটনা।
আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া ২১ মাইল এলাকার বাসিন্দা সানে ছেত্রি। গ্ৰামের পাশের জঙ্গলে গিয়েছিলেন রান্না করার জন্য জ্বালানির কাঠ কুড়িয়ে আনতে। ওই সময় একটি বুনো হাতি জঙ্গল থেকে বেরিয়ে এসে তাঁকে আক্রমণ করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের।
advertisement
মঙ্গলবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। মৃত সানে ছেত্রির বয়স ৫৮ বছর। তিনি জঙ্গলে জ্বালানির কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন।জঙ্গলের বাইরেই ছিল হাতিটি। জঙ্গল থেকে কাঠ নিয়ে বেরোতেই হাতির মুখে পড়ে যান সানে। তাঁকে হাতিটি শুঁড়ে তুলে নিয়ে দূরে ছুড়ে ফেলে দেয়।এলাকার বাসিন্দা প্রেমবাহাদুর ছেত্রি বলেন, আমরা তো বন থেকেই জ্বালানির কাঠ সংগ্রহ করি। এইভাবে হাতি ঘুরতে থাকলে সমস‍্যা বাড়বে। প্রাণ সংশয় থেকে যাচ্ছে আমাদের।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
খবর পেয়ে কালচিনি থানার পুলিশ এসে মৃত সানে ছেত্রির রক্তাক্ত দেহ উদ্ধার করে নিয়ে যায়। দেহ ময়নাতদন্তের জন‍্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
অনন্যা দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: রান্নার জন্য জঙ্গলে কাঠ আনতে গিয়েছিলেন, ফেরার পথে পড়ে গেলেন হাতির সামনে! তারপর সব শেষ
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement