Bengali News: ২০ বছরে ৫০-এর বেশি দেশ ঘুরে ফেলেছেন 'ভ্রমণবাবু'
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
২০০৪ সাল থেকে তাঁর দেশ ভ্রমণ শুরু হয়। এই ২০ বছরে ৫০ এর বেশি দেশ ঘুরে ফেলেছেন
জলপাইগুড়ি: গোপাল বর্ধন এই ছোট্ট শহরের গন্ডি পেরিয়ে ঘুরে এসেছেন ৫০ টি দেশ। ৭৬ বছরের এই প্রবীণের মানসিক জোর এবং ভ্রমণের খিদে অল্পবয়সীদের লজ্জায় ফেলে দেবে। পেশায় দলিল লেখক হলেও বিশ্বভ্রমণই তাঁর নেশা।
জলপাইগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ‘বিশ্ব পর্যটক’ গোপাল বর্ধন। তাঁর ঘরে ঢুকলেই আলমারি ভর্তি দেশ-বিদেশের নানান সংগ্রহ নজরে পড়বে। দেওয়ালে বাঁধিয়ে রাখা আছে হাজারও স্মৃতি। চিন, আমেরিকা, সুইজারল্যান্ড , কানাডা, লন্ডন বাদ নেই কিছুই। তাঁর মুখ থেকেই জানা যায়, সুইজারল্যান্ডে গিয়ে কীভাবে হারিয়ে গিয়েছিলেন। পরে হোটেল কর্তৃপক্ষই তাঁকে খুঁজে ফিরিয়ে আনেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
২০০৪ সাল থেকে তাঁর দেশ ভ্রমণ শুরু হয়। এই ২০ বছরে ৫০ এর বেশি দেশ ঘুরে ফেলেছেন। পরিবারও বেশ উৎসাহ জুগিয়েছে। মাসের রোজগারের একটা অংশ তিনি বছরের শুরু থেকেই জমিয়ে রাখেন। তা দিয়েই চলে দেশ ভ্রমণের খরচা। সঙ্গী বলতে একাধিক গুঁড়ো দুধের কৌটো আর এক ঝোলা ভর্তি চিঁড়ে। সব দেশের খাবার মুখে না রুচলেও কানাডায় এক্কেবারে বাঙালি খাবারই চেখে দেখেছেন তিনি। পাড়ায় ‘ভ্রমণবাবু’ নামেই বেশি পরিচিতি। শরীরে বয়স থাবা বসালেও দমেননি এক্কেবারে। শরীর খানিক সুস্থ হলেই ফের পাড়ি দিতে চান বিদেশের মাটিতে। আজও সময় পেলেই পাড়ার সকলে শুনতে আসেন তাঁর ভ্রমণ কাহিনী।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 01, 2024 7:00 PM IST