Bengali News: আপনি চাষ করেন? তাহলে অবশ্যই এই বিমা করুন, প্রিমিয়াম দেবে সরকার

Last Updated:

মালদহ জেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে এই প্রচার কর্মসূচি উপলক্ষে কৃষি দফতরের উদ্যোগে একটি ট্যাবলোর উদ্বোধন করা হয়

+
খরিফ

খরিফ শস্য বীমা আবেদন শুরু 

মালদহ: আপনি কি কৃষক? তাহলে আপনার জন্য র‌ইল এই তথ্য গুরুত্বপূর্ণ। ফসলের উপরে এখন বিমা কারার সুযোগ দিচ্ছে সরকার। শুরু হয়েছে বাংলা শস্য বিমায় আবেদন জানানোর প্রক্রিয়া। কৃষকরা সরাসরি ফসলের উপর এই বিমার জন্য আবেদন করতে পারবেন।
চাষ করার পর প্রাকৃতিক বিপর্যয় বা অন্য কোন‌ও কারণে ফসল নষ্ট হলে এই বিমা থাকলে সহজে ক্ষতিপূরণ পাবেন কৃষকেরা। রাজ্য সরকারের উদ্যোগে এই বিমা চালু করা হয়েছে। খরিফ মরশুমের শস্য বিমায় আবেদন শুরু হয়েছে। মালদহ জেলার প্রতিটি ব্লকের কৃষকদের এই বিষয়ে সচেতন করতে এবার বিশেষ কর্মসূচি গ্রহণ করল জেলা কৃষি দফতর।
advertisement
advertisement
মালদহ জেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে এই প্রচার কর্মসূচি উপলক্ষে কৃষি দফতরের উদ্যোগে একটি ট্যাবলোর উদ্বোধন করা হয়। বাংলা শস্য বিমা সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষকে ও কৃষকদের সচেতন করতে গোটা জেলা ঘুরবে এই ট্যাবলো। মালদহ জেলা কৃষি দফতরের আধিকারিক দিবানাথ মজুমদার বলেন, খরিফ মরশুমের শস্য বিমার জন্য আবেদন জানানোর প্রক্রিয়াশুরু হয়েছে। তন্তু জাতীয় ফসলের জন্য এই বিমা করা হচ্ছে। তিন বছর আগে এই বিমা চালু ছিল। মাঝে বন্ধ করা হয়েছিল। পুনরায় সেই বিমা চালু করা হল।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বাংলার শস্য বিমায় নাম নথিভুক্ত করতে হলে কৃষকদের জমির দলিল সহ কিছু নথি প্রয়োজন। তবেই নাম নথিভুক্ত করা যায়। বন্যা, খরা সহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের জেরে প্রতিবছর বহু কৃষক ক্ষতির সম্মুখীন হন। এই বিমা করা থাকলে সে ক্ষেত্রে কৃষকরা সহজেই ক্ষতিপূরণ পেয়ে যাবেন। মালদহ জেলার কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে প্রযুক্তি নির্ভর বিমা প্রকল্প চালু হয়েছে। প্রিমিয়ামের পুরো খরচ রাজ্য সরকারের দেয়। বেসরকারি বিমা সংস্থা ও কৃষি দফতরের যৌথ উদ্যোগে চলতি মরশুম থেকে প্রযুক্তি নির্ভর বিমা প্রকল্প চালু করা হয়েছে। কৃষকেরা বিমা করবার জন্য গ্রাম পঞ্চায়েত স্তরে বিমা কোম্পানির প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করবেন অথবা কৃষি দফতরের সহায়তায় দরখাস্ত পূরণ করেও সম্পূর্ণ বিনামূল্যে শস্য বিমা করতে পারবেন।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: আপনি চাষ করেন? তাহলে অবশ্যই এই বিমা করুন, প্রিমিয়াম দেবে সরকার
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement