Bengali Video: ত্রিপুরার বিখ্যাত ত্রিপুরেশ্বরী মন্দির এখন বাংলায়, দাম মাত্র ২০০০ টাকা!
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রকের আয়োজিত মেলায় বেত, বাঁশ দিয়ে গড়ে তোলা হচ্ছে মাতা ত্রিপুরেশ্বরীর মন্দির
শিলিগুড়ি: ভারতবর্ষের সতী পীঠগুলোর মধ্যে অন্যতম মাতা ত্রিপুরেশ্বরীর মন্দির। যা ত্রিপুরার অন্যতম বিখ্যাত পর্যটনকেন্দ্র। ৫০০ বছরেরও বেশি ইতিহাস সমৃদ্ধ এই মন্দির এবার দেখা যাচ্ছে বাংলার শিলিগুড়িতে। ত্রিপুরার ত্রিপুরেশ্বরী মন্দিরের আদলে মন্দির গড়ে উঠেছে এখানে।
কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রকের আয়োজিত মেলায় বেত, বাঁশ দিয়ে গড়ে তোলা হচ্ছে মাথা ত্রিপুরেশ্বরীর মন্দির। চলতি বছরের ‘গান্ধি শিল্প বাজার’-এর অন্যতম আকর্ষণ এটি। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের হস্তশিল্পের সেরা জিনিসগুলোর প্রদর্শনের পাশাপাশি বিক্রির জন্য প্রত্যেক বছর গান্ধি শিল্প বাজারের আয়োজন করা হয়। চলতি বছর এই মেলার আয়োজকের দায়িত্বে আছে ত্রিপুরা সরকারের হস্তশিল্প দফতর।
advertisement
advertisement
মেলায় বিখ্যাত বেত শিল্প তুলে ধরেছেন ত্রিপুরার শিল্পীরা। এছাড়াও দিল্লি, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীরের থেকেও হস্তশিল্পীরা এখানে এসেছেন। পশ্চিমবঙ্গের মোট ২৭ জন শিল্পী এই মেলায় তাঁদের তৈরি জিনিস নিয়ে এসেছেন। ১৯৯৩ সাল থেকে বাঁশ-বেতের কাজ করে আসছেন ত্রিপুরার শিল্পী বিনা রায়। এই কাজের উপরেই ভর করে তাঁদের সংসার চলে। বাঁশ এবং বেতের নিখুঁত কাজ করে তিনি তৈরি করেছেন মাতা ত্রিপুরেশ্বরীর মন্দির। মন্দিরে দেখা মিলবে ত্রিপুরেশ্বরী মায়েরও। নিজের হাতে তৈরি বেতের এই শিল্প নিয়ে শিল্পী বীণা রায় বলেন, বেতের কাজের জন্য ত্রিপুরা বিখ্যাত। বেত দিয়েই তৈরি করা হয়েছে মায়ের মূর্তি ও মন্দির। বেতের এই মন্দিরের দাম দু’হাজার টাকা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
শিলিগুড়ি সেবক রোডে পায়েল সিনেমা হল প্রাঙ্গণে এই মেলা চলছে। মেলা চলবে আগামী ১৯ মার্চ পর্যন্ত। সেখানে হস্তশিল্পের মোট ৬০ টি স্টল আছে। ত্রিপুরা থেকে ২০ টি স্টল এসেছে। ত্রিপুরা সরকারের হ্যান্ডলুম দফতরের ইনস্পেকটর কুণাল নাথের বক্তব্য, মেলায় ক্রেতারা ন্যায্যমূল্যে হস্তশিল্পের এই জিনিসগুলো কিনতে পারবেন।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 15, 2024 4:43 PM IST
