Poila Baisakh: নববর্ষে সেজে উঠল প্রাচীন মন্দির! সকাল থেকেই শুরু ভক্তদের আনাগোনা

Last Updated:

নববর্ষের বিশেষ দিন উপলক্ষ্যে মন্দির চত্বর সাজিয়ে তোলা হয়েছে

+
মদনমোহন

মদনমোহন বাড়ি মন্দির

কোচবিহার: কোচবিহারের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী নির্দশন মদনমোহন বাড়ি মন্দির। দীর্ঘ সময়ের এই মন্দির বেশ অনেকটাই জনপ্রিয় পর্যটকদের কাছে। এই মন্দিরে রয়েছেন রাজ পরিবারের কুলদেবতা মদনমোহন দেব। আর তাঁকে ঘিরেই বছরের বিভিন্ন সময় বিশেষ কিছু দিনগুলিতে বিশেষ পুজোর আয়োজন করা হয় এই মন্দিরে। বেশ কিছু সময় ধরে সাজিয়ে তোলা হয় মন্দির চত্বর। এদিন নববর্ষের বিশেষ দিন উপলক্ষ্যে মন্দির চত্বর সাজিয়ে তোলা হয়েছে বেশ অনেকটাই সুন্দর ভাবে। সকাল থেকেই পুজো দিতে বহু ভক্তের সমাগম ঘটে মন্দির চত্বরে।
মন্দিরের এক ভক্ত আলপনা গুহ রায় জানান, “মদনমোহন দেবকে কেন্দ্র করে জেলার মানুষের আবেগ রয়েছে অনেকটাই। তাই বছরের বিশেষ দিনগুলিতে মন্দিরে দূর-দূরান্ত থেকে আসেন অনেক ভক্ত। মদনমোহন দেবকে পুজো দিয়েই বিশেষ দিনের সূচনা করেন সকল জেলাবাসী। এটাই রীতি রয়েছে কোচবিহার জেলায় মানুষের মধ্যে।” মন্দিরের আরেক ভক্ত অঞ্জলী পাইন জানান, “সকাল থেকে মন্দির চত্বরে ভক্তদের আনাগোনা রয়েছে চোখে পড়ার মত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের সংখ্যাও আরও বাড়বে। বহু মানুষ এসেছেন মদনমোহন দেবকে পুজো দিয়ে নতুন বছর শুরু করতে।”
advertisement
advertisement
মন্দিরের রাজ পুরোহিত শিবকুমার চক্রবর্তী জানান, “দীর্ঘ রাজ আমল থেকে এই মন্দির কোচবিহারের অন্যতম ঐতিহ্য। মদনমোহন দেব জেলাবাসীর প্রাণের ঠাকুর। তাই বছরের বিশেষ অনুষ্ঠানের দিনগুলিতে সকাল থেকে বহু মানুষ ভিড় করেন এই মন্দিরে। মন্দির ইতিমধ্যেই সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয়েছে। এছাড়া এদিন মদনমোহন দেবকে মন্দিরের বারান্দায় বিশেষ সিংহাসনে বসানো হয়েছে। যাতে ভক্তরা মদনমোহন দেবকে ভাল ভাবে সহজেই দর্শন করতে পারেন। এদিন বিশেষ কোন পুজো থাকবে না ঠিকই, তবে নিত্যপুজো থাকছে। আর কোন ভক্ত পুজো দিতে এলে সেই পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিবছর এই ভাবেই জেলার বহু মানুষ আসেন মদনমোহন মন্দিরে পুজো দিতে। নববর্ষের বিশেষ দিনে পুজো দিয়ে নতুন বছরের শুভকামনা করেন প্রত্যেক ভক্ত। তাইতো মূল মন্দির সাজানো হয়েছে গাঁদা ফুলের মালা দিয়ে। এছাড়াও ভক্তদের কথা মাথায় রেখে শামিয়ানা লাগানো হয়েছে মূল মন্দিরের সামনে। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বহু সংখ্যক ভক্তের আনাগোনা চোখে পড়বে এই মন্দিরে।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Poila Baisakh: নববর্ষে সেজে উঠল প্রাচীন মন্দির! সকাল থেকেই শুরু ভক্তদের আনাগোনা
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement