Har Gauri Puja: গ্রামবাংলার এই পুজোয় ভিড় জমে বহু মানুষের! আজও এই পুজোর রীতি পাল্টায়নি বিন্দুমাত্র

Last Updated:

এই বিশেষ পুজোর নাম হর-গৌরী কিংবা শিব-পার্বতী পুজো

+
হর-গৌরি

হর-গৌরি পুজো

কোচবিহার: উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় লোক সংস্কৃতির নানা ঐতিহ্য ও পুজো-পার্বণ দেখতে পাওয়া যায়। এই সমস্ত বিষয়গুলি আজও বেশকিছু গ্রামের মানুষেরা পালন করে থাকেন। সাধারণ ভাবে বিভিন্ন ধরনের পুজো আমরা বিভিন্ন সময় হতে দেখি। তবে গ্রামবাংলা একটি বিশেষ পুজো দেখতে পাওয়া যায় চৈত্র সংক্রান্তির আগের দিন। এই বিশেষ পুজোর নাম হর-গৌরী কিংবা শিব-পার্বতী পুজো। এই পুজোয় প্রতিষ্ঠিত মূর্তির অর্ধেক অংশ হয় দেবীর এবং অর্ধেক অংশ হয় দেবতার। মূলত দেবী পার্বতী ও মহাদেবকে এখানে কল্পনা করা হয়।
হর-গৌরী কিংবা শিব-পার্বতী পুজোর পুরোহিত বিষ্ণুপদ চক্রবর্তী জানান, “চড়ক পুজোর সম্পর্কে তো কমবেশি সকলেরই জানা। তবে চড়ক পুজোর একদিন আগের রাতে এক বিশেষ পুজোর আয়োজন করা হয়। এই পুজোর নাম হরগৌরী পুজো। বিশেষ ধরনের এই পুজোয় দেবী দুর্গা এবং ভগবান শিবকে একই সঙ্গে পুজো করা হয়। এই পুজো বিশেষত কিছু পরিবার ও মন্দিরে প্রচলিত রয়েছে। এই পুজোয় দুর্গা দেবী এবং শিব একসঙ্গে মিলিত রূপে পুজো হন। তবে প্রাচীন লোকমতে এই পুজো আজও হয়ে আসছে বিভিন্ন এলাকায়।”
advertisement
advertisement
এই পুজোর দুই উদ্যোক্তা প্রসেনজিৎ সাহা জানান, “বর্তমান সময়ে এই পুজো কোথাও খুব একটা দেখতে পাওয়া যায় না। তবে যে সমস্ত এলাকায় এখনও চরক পুজোর আয়োজন করা হয়। সেই সকল জায়গায় এই পুজোর আয়োজন করা হয়ে থাকে। দীর্ঘ প্রায় ১০ বছর ধরে তাঁরাও চড়ক পুজো করেন। তাই এই বিশেষ পুজোরও আয়োজন করা হয়। এই পুজোর সময় দুজনকে শিব এবং পার্বতী সাজানো হয়। ঢাকের তালে তাঁরা দু’জন নৃত্য করেন। আজও বহু মানুষ এই পুজোর রীতিনীতি সঠিক ভাবে আঁকড়ে ধরে রেখেছেন।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দীর্ঘ সময় ধরে এই পুজোর সমস্ত রীতি মেনে এই পুজো করা হয় আসছে বিভিন্ন এলাকায়। আজও বহু মানুষ এই পুজোর দিন আনন্দে মেতে ওঠেন। গ্রাম বাংলার পুজো হওয়ার কারণে, এই পুজোর লোকাচার একেবারেই সাধারণ। ফল প্রসাদে এই সময় তরমুজ ও শসা দেওয়া হয়। ভোগের প্রসাদে দেওয়া ভাজা এবং পোড়ানা খাবার।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Har Gauri Puja: গ্রামবাংলার এই পুজোয় ভিড় জমে বহু মানুষের! আজও এই পুজোর রীতি পাল্টায়নি বিন্দুমাত্র
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement