Bengali in Antarctica Expedition: তিস্তাপারের শহর থেকে কুমেরুতে! অ্যান্টার্কটিকায় ৪০০ দিন কাটালেন তরুণ বাঙালি ভূবিজ্ঞানী

Last Updated:

Bengali in Antarctica Expedition:কৃতী সন্তানের হাতে জলপাইগুড়ির নাম লেখা হল সুদূর আন্টার্কটিকায়! বছরের শুরুতেই জলপাইগুড়ি শহরের মুকুটে জুড়ল নয়া পালক। ৪৩ তম রাশিয়ান আন্টার্কটিকা অভিযানে নাম লেখা হল জলপাইগুড়ির ভূ-বিজ্ঞানীর।

+
৪৩

৪৩ তম কুমেরু অভিযানে 

সুরজিৎ দে, জলপাইগুড়ি: কৃতী সন্তানের হাতে জলপাইগুড়ির নাম লেখা হল সুদূর আন্টার্কটিকায়! বছরের শুরুতেই জলপাইগুড়ি শহরের মুকুটে জুড়ল নয়া পালক। ৪৩ তম রাশিয়ান আন্টার্কটিকা অভিযানে নাম লেখা হল জলপাইগুড়ির ভূবিজ্ঞানী প্রীতম চক্রবর্তীর। ১৯৮১ সাল থেকে আন্টার্কটিকা অভিযান শুরু করেন ভারতীয় বিজ্ঞানীরা। প্রথম বাঙালি মহিলা বিজ্ঞানী হিসেবে সুদীপ্তা সেনগুপ্ত তৃতীয় কুমেরু অভিযানে অংশ নেন। এভাবেই প্রতি বছর কুমেরুতে পা রেখে চলছেন একের পর এক ভারতীয় বিজ্ঞানী। এবার সেখানে যোগ হল জলপাইগুড়ির ভূবিজ্ঞানী প্রীতমের নাম।
শুধু জলপাইগুড়ি নয়, পুরো বাংলার জন্যে এ এক গর্বের বিষয়,সেটা বলার অপেক্ষা রাখে না। প্রীতম চক্রবর্তীর শৈশব কেটেছে তিস্তাপারের শহরে। শিক্ষা শুরু ফণীন্দ্র দেব বিদ্যালয় থেকে, ছোটবেলায় সাদা বরফে ঢাকা কুমেরুর ছবি দেখে তাঁর মনে ইচ্ছে হত যদি একবার সেখানে পৌঁছনো যায়! অবশেষে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে চাকরি জীবনে প্রবেশের সঙ্গে সঙ্গেই সেই ইচ্ছে যেন অর্ধেক পূরণ হওয়ার ছবি ভেসে ওঠে চোখের সামনে।
advertisement
ইসরো থেকে বিগত কয়েক বছরে নিজেকে আরও অনেকটাই শানিত করেন বিজ্ঞানী প্রীতম চক্রবর্তী । অবশেষে শৈশবের স্বপ্ন পূরণের সুযোগ আসে ২০২৩ সালে,নিজের ডিপার্টমেন্ট ইন্ডিয়ান মেটেরোলজি দফতর আরও অন্যান্যদের সঙ্গে প্রীতম চক্রবর্তীকে যুক্ত করে ৪৩ তম কুমেরু বা আন্টার্কটিকা অভিযানে। ২০২৩ সালে অন্যান্য বিজ্ঞানীদের সঙ্গে একজন বৈজ্ঞানিক সহায়ক হিসেবে সুমেরুর বিপরীত কুমেরুতে পা রাখেন জলপাইগুড়ির এই কৃতী সন্তান।
advertisement
advertisement
আরও পড়ুন : ৫০ বছর ধরে ডায়াবেটিক হওয়ার উদযাপন! অভিনব পিকনিকে ভূরিভোজে মধুমেহ রোগীদের সঙ্গে মাতলেন গৃহশিক্ষক
সেখানকার ওজোন স্তরের বৈজ্ঞানিক বিশ্লেষণ করাই ছিল এই অভিযানের অন্যতম লক্ষ্য বলে জানান ভূবিজ্ঞানী প্রীতম চক্রবর্তী। ৪০০ দিন কাটিয়ে ২০২৪ সালের ডিসেম্বর মাসে জলপাইগুড়িতে নিজের কর্মস্থল ইন্ডিয়ান মেটেরোলজি অফিস ফিরে আসেন প্রীতম চক্রবর্তী। দীর্ঘ ৪০০ দিনের অভিজ্ঞতা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, ছোটবেলায় ছবিতে দেখা পেঙ্গুইনের ছবির সঙ্গে বাস্তবে সেই স্থানে দাঁড়িয়েই সামনে থেকে ওদের দেখা-এক অনবদ্য ঘটনা। তবে অভিযান প্রসঙ্গে খুব বেশি তথ্য প্রকাশ্যে না আনলেও জলপাইগুড়ির এই কৃতী সন্তানের স্বপ্ন পূরণের খবরে যে আগামী প্রজন্মের আরও অনেকই এমন স্বপ্ন দেখার সাহস পাবে, সেটা নিশ্চিত।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali in Antarctica Expedition: তিস্তাপারের শহর থেকে কুমেরুতে! অ্যান্টার্কটিকায় ৪০০ দিন কাটালেন তরুণ বাঙালি ভূবিজ্ঞানী
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement