Golden Jubilee of Diabetes: ৫০ বছর ধরে ডায়াবেটিস নিয়েই দিব্যি সুস্থ! অভিনব পিকনিকে ভূরিভোজে মধুমেহ রোগীদের সঙ্গে মাতলেন গৃহশিক্ষক
- Reported by:Mainak Debnath
- local18
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Unique Picnic: প্রায় ৫০ বছর ধরে এই মধুমেহ রোগ বয়ে নিয়ে বেড়াচ্ছেন গৃহ শিক্ষক নিতাই প্রামাণিক। আর তাই তার ইচ্ছা নিজে যখন খেতে পারেন না অন্যান্যদের বছরের প্রথমে পিকনিক করাবেন
মৈনাক দেবনাথ, নদিয়া: ডায়াবেটিসের সুবর্ণ জয়ন্তীতে পিকনিক করে মহাভোজ দিলেন গৃহশিক্ষক নিতাই প্রামাণিক। তাঁর যখন ২৪ বছর বয়স, তখনই ব্লাড সুগার ধরা পড়েছে। তার পর থেকেই ক্রমাগত ইনসুলিন এবং ওষুধের উপর থাকতে হয়েছে তাঁকে। ইচ্ছে হলেও ভালমন্দ খেতে পারেন না।
প্রায় ৫০ বছর ধরে এই মধুমেহ রোগ বয়ে নিয়ে বেড়াচ্ছেন গৃহশিক্ষক নিতাই প্রামাণিক। আর তাই তাঁর ইচ্ছেমতো নিজে যখন খেতে পারেন না, অন্যান্য মধুমেহ রোগীদের সঙ্গে নতুন বছরের শুরুতেই পিকনিক করলেন। ডায়াবেটিসের ৫০ বছর পূর্তি উপলক্ষে বছরের প্রথমে অসংখ্য ডায়াবেটিস রোগী-সহ অন্যান্যদের ভূরিভোজ করালেন নিজের বাড়িতে ডেকেই। শুধু এলাকার লোকই নয়, দূরদূরান্ত থেকে অসংখ্য লোক এলেন গৃহশিক্ষকের পিকনিকে।
advertisement
নদিয়ার পলাশিপাড়ার গৃহশিক্ষক নিতাইবাবু অবিবাহিত। প্রত্যেক সময় চিকিৎসকের অনুমতি নিয়ে তিনি চলেন। আর এমন এক কঠিন ব্যাধি নিয়েও যে অর্ধশতবর্ষ অতিক্রম করা যায়, তার জ্বলন্ত প্রমাণ নিতাইবাবু নিজে। আর সেই ইচ্ছেতেই আজ তিনি এমন আয়োজন করেছেন। শুধু সুস্থ মানুষই নন, অসংখ্য ডায়াবেটিস রোগীরাও কব্জি ডুবিয়ে খেলেন নিতাইবাবুর পিকনিকে। অনন্য ডায়াবেটিস রোগীদের নিতাইবাবু এই বার্তা দিলেন যে চিকিৎসকের পরামর্শ মেনে একদিকে যেমন খাওয়া দাওয়াতে রেশ টানতে হবে, তেমনই প্রাতঃভ্রমণ থেকে শুরু করে অন্যান্য শারীরিক কসরত করলে দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকা যাবে।
advertisement
advertisement
আরও পড়ুন : ভারতে হাজির HMP ভাইরাস! শ্বাসকষ্ট, সর্দিকাশিতে ভুগছেন? ফুসফুস দুর্বল? কী কী খেলেই সর্বনাশে ঝাঁঝরা শরীর? জানুন
রাজ্যের বিভিন্ন ডায়াবেটিস রোগীদের প্রতি এমন বার্তা দিতেই নিতাইবাবুর এমন অভিনব উদ্যোগ। অভিনব এই পিকনিকের মেনুতে ছিল সাদা ভাত, চিকেনের ঝোল, মাছের ঝোল, চাটনি, পাঁপড় এবং মিষ্টি। এই পিকনিকের মাধ্যমে তিনি আরও পাঁচজন মানুষকে বার্তা জানালেন যে সকল ডায়াবেটিস রোগীরা যাতে সকাল বিকেল চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলাফেরা করেন এবং খাওয়া-দাওয়ায় রাশ টানেন। তাহলেই তাঁর মতো দীর্ঘ দিন হেসেখেলে থাকা যাবে মধুমেহকে সঙ্গী করেও।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 06, 2025 6:25 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Golden Jubilee of Diabetes: ৫০ বছর ধরে ডায়াবেটিস নিয়েই দিব্যি সুস্থ! অভিনব পিকনিকে ভূরিভোজে মধুমেহ রোগীদের সঙ্গে মাতলেন গৃহশিক্ষক









