Bengal Municipal Election 2022: তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে জল্পনা মালদহে, তালিকায় একাধিক হেভিওয়েট, পুরনো মুখেই কি ভরসা?
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Bengal Municipal Election 2022: সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করে জেলা তৃণমূলের তরফে প্রস্তাব পাঠানো হল রাজ্য নেতৃত্বের কাছে।
#মালদহ: মালদহের(Malda News) ইংরেজবাজার পুরসভার অধিকাংশ ওয়ার্ডে এবারও পুরনো মুখের উপরেই ভরসা রাখতে চাইছে তৃণমূল (TMC) নেতৃত্ব। সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করে (Bengal Municipal Election 2022) জেলা তৃণমূলের তরফে প্রস্তাব পাঠানো হল রাজ্য নেতৃত্বের কাছে।
২৯ ওয়ার্ডের ইংরেজবাজার (Malda News) পুরসভার প্রাথমিক প্রার্থী তালিকায় (Bengal Municipal Election 2022) নাম রয়েছে প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, দীর্ঘদিনের ভাইস চেয়ারম্যান দুলাল সরকার, প্রাক্তন পুরপ্রধান নরেন্দ্রনাথ তেওয়ারি, আইএনটিটিইউসি জেলা সভাপতি শুভদীপ সান্যাল, বর্তমান প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন সুমালা আগরওয়ালের মতো হেভিওয়েট নেতৃত্বের। এমনটাই সূত্রের খবর (TMC)। তবে প্রার্থী তালিকায় সম্ভবত থাকছেন না প্রাক্তন আরও এক পুরপ্রধান তথা বিধায়ক নিহাররঞ্জন ঘোষ।
advertisement
advertisement
এছাড়াও তৃণমূলের প্রাথমিক তালিকায় দুটি ওয়ার্ডে বিজেপি ঘনিষ্ঠদের নামও রাখা হয়েছে বলে দলীয় সূত্রে খবর মিলেছে। তৃণমূল সূত্রের খবর, জেলা নেতৃত্বের এক গোপন বৈঠকে বিভিন্ন ওয়ার্ডে প্রার্থীদের সম্ভাব্য একটি তালিকা তৈরি করা হয়েছে। ২৯ টি ওয়ার্ডের জন্য প্রায় ৬৫ জনের নাম রয়েছে প্রাথমিক বাছাই তালিকাতে। সাতটি ওয়ার্ড-এর ক্ষেত্রে তিনজন করে সম্ভাব্য প্রার্থীর নাম রাজ্যে পাঠানো হয়েছে। বাকি ২২ টি ওয়ার্ডের ক্ষেত্রে দুজন করে প্রার্থীর নাম (Bengal Municipal Election 2022) প্রাথমিক তালিকায় রয়েছে। অধিকাংশ জেতা ওয়ার্ড কোঅর্ডিনেটর এবারও তালিকায় ঠাঁই পাওয়ার সম্ভাবনা প্রবল।
advertisement
শুধুমাত্র হাতেগোনা কয়েকটি ক্ষেত্রে সংরক্ষণের সমস্যায় বর্তমান ওয়ার্ড কো-অর্ডিনেটরদের অন্য ওয়ার্ড থেকে দাঁড় করানোর কথা ভাবা হচ্ছে। সূত্রের খবর ইংরেজবাজার পুরসভার ৩, ৮, ৯, ১৩, ২০, ২৩, ২৯ - এই ওয়াড গুলিতে সম্ভাব্য তিনজ (TMC)ন করে প্রার্থীর নাম প্রাথমিক তালিকায় রেখে চূড়ান্ত অনুমোদনের জন্য রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়েছে জেলা নেতৃত্ব।
advertisement
বাকি ২২টি ওয়ার্ডের অধিকাংশতে বর্তমান ওয়ার্ড কো-অর্ডিনেটর পাশাপাশি আরও একজন করে সম্ভাব্য প্রার্থীর নাম চূড়ান্ত বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে (Bengal Municipal Election 2022)। তবে যে বিষয়টি নিয়ে গুঞ্জন চলছে তা হল তৃণমূল থেকে একসময় বিজেপিতে যোগ দেওয়া দুই বিজেপির ঘনিষ্ঠকে প্রাথমিক বাছাই তালিকা রাখা হয়েছে। যদিও ওই দুটি ওয়ার্ডে পাশাপাশি হেভিওয়েট তৃণমূল নেতৃত্বের নামও রয়েছে। যদিও সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী। তিনি জানিয়েছেন, প্রাথমিক তালিকা তৈরি হয়েছে। রাজ্য নেতৃত্ব সঠিক সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2022 9:38 PM IST